×
EntertainmentVideoViral Video

শাহরুখের স্টাইলে দীপাকে ট্রেনে তুললো সূর্য, বাবা-মায়ের সঙ্গে দার্জিলিং চললো সোনা-রুপা, প্রকাশ্যে নয়া প্রোমো

এবার দার্জিলিং ভ্রমণে সোনা-রুপা সহ সূর্য-দীপা! কেমন হবে তাদের ট্যুর? প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে ৯.২ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়াল নিয়ে মানুষ একদিকে যেমন মানুষ উত্তেজিত ঠিক তেমনই আবার খানিকটা বিরক্ত বটে। কেননা, দীর্ঘদিন ধরে সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে।

শাহরুখের স্টাইলে দীপাকে ট্রেনে তুললো সূর্য, বাবা-মায়ের সঙ্গে দার্জিলিং চললো সোনা-রুপা, প্রকাশ্যে নয়া প্রোমো -

দীর্ঘদিন পর তাদের দেখা হলেও সেই পুরোনো ঘটনার রেশ রয়েই গিয়েছে। বারেবারে তাদের মধ্যে ঝগড়া হয়েই চলেছে। কিন্তু ভগবানের আশীর্বাদে তারা আবারও কাছাকাছি এসেছে। সোনার জ্বর হওয়ার কারণে একই বাড়িতে রাত কাটিয়েছে তারা। তবে, এবার পালা আবারও এক হওয়ার। আর সেসবের ব্যবস্থা করেছে সূর্যের মা লাবণ্য সেন।

শাহরুখের স্টাইলে দীপাকে ট্রেনে তুললো সূর্য, বাবা-মায়ের সঙ্গে দার্জিলিং চললো সোনা-রুপা, প্রকাশ্যে নয়া প্রোমো -

সম্প্রতি ধারাবাহিকের সেই প্রোমোই এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে যে, দার্জিলিং যাওয়ার ট্রেনে দেখা হয়েছে সোনা ও রুপার। দুজনই দুজনকে বলছে তারা দার্জিলিং যাচ্ছে। ওদিকে দীপা জল কিনতে গেলে ট্রেন ছেড়ে দেয়। আর তারপর সূর্যর হাত ধরে ট্রেনে ওঠে দীপা। কাছাকাছি আসে তারা দুজন। সম্প্রতি এমন একটি প্রোমো দেখে বেশ উৎসাহী নেটিজেনরা।

তাহলে কি এবার দুই মেয়ের হাত ধরেই আবারও সুখের দিনগুলিতে ফিরে যাবে সূর্য-দীপার জীবন? এখন তারই অপেক্ষায় ভক্তরা।