×
EntertainmentViral Video

‘মহিষাসুরমর্দিনী’ রাধিকা, ভয়ঙ্করী চামুণ্ডার রূপে ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, স্টার জলসার মহালয়ার প্রোমো দেখে মুগ্ধ নেটিজেনরা

কালারর্স বাংলা, জি বাংলার পর এবার প্রকাশ্যে এল স্টার জলসার ‛মহিষাসুরমর্দিনী’ র ঝলক। আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে মানুষের নানান রকমের উত্তেজনা। আর দুর্গাপুজো মানেই টিভি চ্যানেলগুলিতে শুরু হয়ে যায় রেষারেষি। কে কত সুন্দর ও নিখুঁদ ভাবে মহিষাসুরমর্দিনীর কাহিনী উপস্থাপন করতে পারে সেটাই থাকে দেখার। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারে স্টার জলসার পর্দায় দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী সোনামনি সাহাকে (Sonamoni Saha)।

‛এক্কা দোক্কা’ র নায়িকা রাধিকা ওরফে সোনামনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, বহুদিনের ইচ্ছে ছিল মহালয়ের অংশ হওয়ার। আর এবছর সে সুযোগ আসতে না করতে পারেননি। রবিবার প্রকাশ্যে এসেছে ‛মহালয়া’ র প্রথম ঝলক। এবছরে জলসার নিবেদন ‛মা চন্ডী’। ভিডিওর শুরুতেই সনাতনী পার্বতী রূপে ধরা দিলেন ‛সাহেবের চিঠি’ ধারাবাহিকের চিঠি ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়।

অন্যদিকে ভয়ঙ্করী চামুন্ডা রূপে দেখা মিলছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের। সবশেষে হাজির হয়েছেন ‛গাঁটছড়া’ র খড়ি ওরফে শোলাঙ্কি। পরণে রয়েছে লাল শাড়ি ও সাদা ব্লাউজ। খোলা চুলে হালকা মেকআপ ও সাবেকি গয়নায় তার রূপ মুহূর্তেই মুগ্ধ করেছে সকলকে। তবে কোন রূপে তাকে দেখা যাবে তা যদিও জানা যায়নি।

তবে, অনুমান করা হচ্ছে যে, দশভূজার মানবী রূপে তাকে দেখা যাবে। আর এই প্রোমো প্রকাশ্যে আসতেই শোলাঙ্কির রুপ দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। এমনকি সোনামনি ভক্তরাও জানিয়েছেন তাকেই একেবারে পারফেক্ট মানিয়েছে দুর্গা রূপে। কিন্তু অসুর কে হচ্ছে তাই ভাবছেন নিশ্চই? অভিনেতা সৌরভ দাসকে দেখা যাবে মহিষাসুরের চরিত্রে। ইতিমধ্যেই কালারর্স বাংলা ও জি বাংলার প্রোমোও চলে এসেছে প্রকাশ্যে। এবার দেখার পালা কোন দিকের পাল্লা ভারী হয়।