×
Entertainment

বড়সড় চমক টিআরপি তালিকায়, প্রথম স্থান দখল করলো এই সিরিয়াল, লিস্ট দেখে উত্তেজিত দর্শকরা

টিআরপি তালিকায় এলো বড়সড় চমক। ধূলোকনা, আলতা ফড়িং নয় বরং বরং এবারের বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী। ৮ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’। লালন-ফুলঝুরির ডিভোর্সের গল্পই তাদের এনেছে তৃতীয় স্থানে। ৭.৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।

১.জগদ্ধাত্রী-৮.০
২.অনুরাগের ছোঁয়া-৭.৯
৩.ধূলোকনা-৭.৩
৪.আলতা ফড়িং-৭.১
৫.এক্কা দোক্কা, খেলনা বাড়ি-৬.৭
৬.গাঁটছড়া, মাধবীলতা-৬.৬
৭.নবাব নন্দিনী, গৌরী এলো, মিঠাই-৬.৪
৮.সাহেবের চিঠি-৬.১
৯.হর গৌরি পাইস হোটেল-৫.৪
১০.পিলু-৪.৯

ADVERTISEMENT

গত সপ্তাহেই শুটিং শেষ হয়েছে ধারাবাহিক ‛পিলু’র। কিন্তু আজ বেরোনো টিআরপি তালিকায় সে যথারীতি ধরে রেখেছে দশম স্থান।