Entertainment

বাথরুমে অন্তরঙ্গ মুহূর্তে সৃজন-পর্ণা, দরজায় দাঁড়িয়ে দজ্জাল শাশুড়ি, ধামাকাদার চমক ‘নিম ফুলের মধু’তে

Advertisement
Advertisements

সামনেই আসছে দোল। আর দোল মানেই প্রতিটি ধারাবাহিক গুলিতে সেই নিয়ে বিশেষ বিশেষ পর্ব দেখানো হয় থাকে। আর সেই জায়গায় বাদ গেল না ‛নিম ফুলের মধু’ ধারাবাহিক। আর এবার দোলের দিন কাছাকাছি এল পর্ণা-সৃজন। কিন্তু ফের পড়লো মায়ের নজরে। এই মুহূর্তে জি বাংলার পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‛নিম ফুলের মধু’।

বাথরুমে অন্তরঙ্গ মুহূর্তে সৃজন-পর্ণা, দরজায় দাঁড়িয়ে দজ্জাল শাশুড়ি, ধামাকাদার চমক ‘নিম ফুলের মধু'তে

ইতিমধ্যেই পর্ণা-সৃজনের কেমিস্ট্রি মনজয় করে নিয়েছে নেটিজেনদের। ধারাবাহিকে পর্ণার চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। সৃজনের চরিত্রে রয়েছেন রুবেল দাস (Rubel Das)। প্রথম দিন থেকেই সমাজের একটি দিক উঠে আসছে এই ধারাবাহিকে। যেখানে শাশুড়ি তার ছেলেকে নিজের দখলে রাখার চেষ্টা করে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বিয়ে করে শশুর বাড়িতে আসার পর থেকেই শশুর বাড়ির কিছু সদস্য তার পায়ে শিকল পড়ানোর চেষ্টা করছে। যদিও পর্ণা হাল ছাড়ার পাত্রী নয়। সেও পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরোনো ধ্যান ধারণা ভাঙার। নিজের সম্মান বাঁচাতে একটা সময় সে মনে করে রোজগার করতেই হবে। আর সেই মতোন চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরিও পায়। বর্তমানে সে একজন সাংবাদিক।

বাথরুমে অন্তরঙ্গ মুহূর্তে সৃজন-পর্ণা, দরজায় দাঁড়িয়ে দজ্জাল শাশুড়ি, ধামাকাদার চমক ‘নিম ফুলের মধু'তে

আর তার এই চাকরি করা নিয়ে কম কান্ডও হয়নি দত্ত পরিবারে। এমনকি সৃজন-পর্ণাকে কোমরে তেল মালিশ করছে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সৃজনের মা। বাড়ির বড় বৌ মৌমিতার সঙ্গে প্ল্যান করছে কিভাবে পর্ণাকে এ বাড়ি থেকে তাড়ানো যায়। আর এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যা দেখে খুশি নেটিজেনরা।

বাথরুমে অন্তরঙ্গ মুহূর্তে সৃজন-পর্ণা, দরজায় দাঁড়িয়ে দজ্জাল শাশুড়ি, ধামাকাদার চমক ‘নিম ফুলের মধু'তে

কিন্তু এখানেও ‛কাবাব মে হাড্ডি’ হয়ে চলে এসেছে সৃজনের মা। ভাইরাল ওই প্রমোতে দেখা যাচ্ছে যে, দোলের দিন রং খেলেছে পর্ণা-সৃজন। এরপর সৃজন বাথরুমে থাকা অবস্থাতেই পর্ণা ভুল করে দরজা খুলে দেয়। এরপর সে বেরিয়ে আসতে গেলে সৃজন তাকে বাথরুমে আটকে দেয়। তারপরই দুজনে কাছাকাছি আসে। কিন্তু সৃজনের মা ডাকাডাকি শুরু করে দেয়। বাথরুমের দরজা খুলতে বলে সৃজনকে।

আর এই প্রোমো দেখে আবার সৃজনের মায়ের উপর ক্ষেপেছে নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বজ্জাত শাশুড়ি’। আবার কেউ লিখেছেন ‛এসব শাশুড়িকে গুছিয়ে কেলানো উচিত’। এবার শুধু দেখার পালা পর্ণা-সৃজনকে এই অবস্থায় দেখে আবারও কোন দিকে মোড় নেয় ধারাবাহিক।