Entertainment

খোলামেলা পোশাকে ছবি দিলেন ‘মন ফাগুন’-এর পিহু, দেখা গেল সৃজলার গোপন জিনিসটি

Advertisement
Advertisements

‛প্রত্যেক সিঙ্গেল মহিলা সুন্দর ও অনন্য’! ছবি শেয়ার করে এমনই বার্তা দিলেন সৃজলা গুহ (Srijla Guha)। ফের একবার লাস্যময়ী অবতারে উষ্ণতার পারদ চড়ালেন এই টেলি অভিনেত্রী। একসময় মুম্বাইয়ের প্রথম সারির জনপ্রিয় মডেলদের মধ্যে তার নাম ছিল। তবে বর্তমানে ছোট পর্দায় ‛মন ফাগুন’ (Mon Fagun) ধারাবাহিকে কাজ করে পেয়েছেন সাফল্য।

পর্দায় বেশ জনপ্রিয় ছিল এই ধারাবাহিকটি। নির্মাতাদের আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে তৈরি এই ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের ছিল। কিন্তু সবকিছুর পরেও মাত্র ১ বছরের মধ্যেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিক। আপাতত অভিনেত্রী নিজের মতোই সময় কাটাচ্ছেন। এমনকি মাঝেমধ্যেই হট ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় (Social Media) উষ্ণতার পারদ চড়ান।

বর্তমানে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সকলের কাছে তিনি আদরের পিহু হয়েই রয়েছেন। প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেছেন অভিনেত্রী। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ সৃজলা (Srijla Guha)। মাঝেমধ্যেই ছবি ও ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। এমনকি তিনি বইও লেখেন। সম্প্রতি সৃজলা আবারও ফটোশ্যুটে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে তাকে কালো রঙের বিকিনিতে দেখা যাচ্ছে। সঙ্গে কালো রঙের প্যান্ট ও সঙ্গে প্যায়ার আপ করা সাদা জ্যাকেট। কোমরের কার্ভসে আঁকা ট্যাটু। নিজের মতো পোজে ধরা দিয়েছেন সৃজলা (Srijla Guha)। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛Crazy Over you’ গান। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛প্রত্যেক সিঙ্গেল মহিলা সুন্দর ও অনন্য। এমনকি সবচেয়ে সেক্সীয়েস্ট ব্যাপার হল সে তার নিজের মতো করে সবটা করতে পারে’।

ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেব নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বিউটিফুল’। আবার কেউ কেউ তার ক্যাপশনের প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) অভিনেত্রীর এই ছবি।