Entertainment

Srijla Guha: সোফার উপর পা তুলে এমন পোজ দিলেন ‘মন ফাগুন’-এর পিহু, দেখে হাঁ পুরুষ ভক্তরা

Advertisement
Advertisements

সোফায় শুয়ে পা তুলে হট পোজে ক্যামেরা বন্দী হলেন ছোট পর্দার পিহু (Pihu) ওরফে সৃজলা গুহ। মুহূর্তে ভাইরাল (Viral) ছবি। অভিনেত্রীর ছবি দেখে ঘুম উড়েছে নেটপাড়ায়। বাংলা টেলিভিশন (Television) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। একসময় মুম্বাইয়ের (Mumbai) প্রথম সারির জনপ্রিয় মডেলদের মধ্যে তার নাম ছিল। এরপর ছোট পর্দায় ‛মন ফাগুন’ (Mon Fagun) ধারাবাহিকে কাজ করে পেয়েছেন সাফল্য। পর্দায় বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকটি।

নির্মাতাদের আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে তৈরি এই ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের ছিল। কিন্তু সবকিছুর পরেও মাত্র ১ বছরের মধ্যেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের পর ডান্স রিয়েলটি শোয়ের মঞ্চে দেখা মিলেছিল তার। আর সেখানেও সৃজলার বেলিডান্সের (Belly Dance) আগুন ছড়িয়ে পড়েছিল দর্শক মাঝে।

বর্তমানে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সকলের কাছে তিনি আদরের পিহু হয়েই রয়েছেন। প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেছেন অভিনেত্রী। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ সৃজলা। মাঝেমধ্যেই ছবি ও ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। এমনকি তিনি বইও লেখেন। সম্প্রতি সৃজলা আবারও ফটোশ্যুটে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে তাকে সোফায় শুয়ে এক পা তুলে ছবিটি তুলতে দেখা গিয়েছে। পরণে রয়েছে কালো রঙের টপ ও লেদারের প্যান্ট। পায়ে কালো রঙের হাই হিল। খোলা চুলে উষ্ণ লুকে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে সৃজলা (Srijla Guha) ক্যাপশনে লিখেছেন যে, ‛ইটস নট ক্রেজি, ইটস মেন্টালি হিলারিয়াস’। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛পুরো আগুন’। আবার কেউ লিখেছেন ‛সেক্সী’। কেউবা লাভ ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) অভিনেত্রী সৃজলার এই ছবি।