×
Entertainment

Sridevi: টাকার জন্য মেয়েকে দিয়ে এই কাজ করিয়েছিলেন শ্রীদেবীর মা!

ফ্লপ ও হিট এই দুই নিয়েই সিনেমা জগৎ। আর সেই সিনেমা জগতের কিংবদন্তি একজন পরিচালক তথা প্রযোজক ছিলেন যশ চোপড়া (Yash Chopra)। আর তারই নামে তৈরি ‛যশ রাজ ফিল্মস’ (Yash Raj Film’s)। যিনি কিনা একেরপর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। তার ছবির হাত ধরে বলিউড সিনেমা যেন খুঁজে পেয়েছে রোমান্টিকতার অন্য মানে। সম্প্রতি নেটফ্লিক্স-এ স্ট্রিমিং হওয়া ডকু সিরিজ ‛দ্য রোমান্টিকস’-র বিশেষ পর্বে যশকে দেখা যাচ্ছে হিট সিনেমা ‛চাঁদনী’ নিয়ে কথা বলতে।

Sridevi: টাকার জন্য মেয়েকে দিয়ে এই কাজ করিয়েছিলেন শ্রীদেবীর মা! -

আর সেখানেই উঠে এল অজানা কিছু তথ্য। যশের সিনেমার নায়ক-নায়িকারা সমাজের ভিন্ন স্তর থেকে উঠে আসতেন। তার ফিল্মের কাহিনী সাধারণ হয়েও যেন ছিল অসাধারণ। একটা সময় বলিউডে পুরোদস্তুর অ্যাকশন সিনেমার রমরমা চলছে। কিন্তু সেইসময় যশ বানাতে চাইলেন রোমান্টিক ড্রামা। আর তখন নায়িকা হিসেবে শ্রীদেবীকে (Sridevi) বেশ পছন্দ হয়েছিল যশের। তামিল ছবি ‛মুন্ড্রাম পিরাই’-তে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন যশ।

Sridevi: টাকার জন্য মেয়েকে দিয়ে এই কাজ করিয়েছিলেন শ্রীদেবীর মা! -

কিন্তু তার আগে শ্রীদেবীর সঙ্গে কাজ করেনি যশ। আর তাই বুঝতে পারছিলেন না কিভাবে তার সঙ্গে কথা বলবেন। এই বিষয়ে তাই সাহায্য নিয়েছিলেন বনি কাপুরের। তারপরই শ্রীদেবীর মায়ের সঙ্গে কথা বলতে বনি হাজির হয় চেন্নাইতে। কেননা তখন শ্রীদেবীর পারিশ্রমিক থেকে শুরু করে কাজ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে তার মা কথা বলতেন। আর সেই সময় একটি বিষয় নিয়ে বেশ অবাক হয়েছিলেন বনি কাপুর। কিন্তু সেটি কি তাই ভাবছেন নিশ্চই?

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

আসলে সেদিন যশ রাজ কে? তিনি কি ধরণের ছবি বানাচ্ছেন সেসব কিছুই গুরুত্ব পায়নি শ্রীদেবীর মায়ের কাছে। তিনি শুধু টাকার অঙ্কটুকু বুঝে নিয়েছিলেন। আর সেটাই অবাক করেছিল বনিকে। তারপরই ‛চাঁদনী’-তে মুখ্য ভূমিকায় দেখা মেলে শ্রীদেবীর। কিন্তু তারপরেও পোশাক নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। যশ রাজ তার ছবির নায়িকাকে সাদা পোশাকে সাজিয়ে তুলবেন বলে মনস্থ করেন। কিন্তু শ্রীদেবীর মনে হয়েছিল সাদা শাড়িতে তাকে বড্ড ম্যারম্যারে লাগবে। কিন্তু অবশেষে সেই সাদা শাড়িতেই ঝড় তুলেছিলেন ‛চাঁদনী’। যা আজও সবার সেরা।