জনপ্রিয় নায়িকা হলেও বিন্দুমাত্র নেই অহংকার! রাস্তায় দাঁড়িয়ে বাবুজি কেক ও চা খাচ্ছেন ‘জুন আন্টি’ ঊষষী, ভাইরাল ভিডিও

স্ট্রিট ফুডের স্বাদ নিতে এবার হাজরার মোড়ে পৌঁছে গেলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)! সেলিব্রেটি মানেই বরাবরই ঝাঁ চকচকে ব্যাপার। কাঁচ ঢাকা গাড়ির ওপাশ থেকে যাদের নাগাল পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। যদিও এখনকার দিনে বিষয়টি অনেকটাই সহজ হয়েছে। আর তার পুরো ক্রেডিটই এই সোশ্যাল মিডিয়ার। এই মাধ্যম ধরেই সাধারণ মানুষজন তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কিছুটা হলেও সংযোগ স্থাপন করতে পারে।
View this post on Instagram
তবুও অনেক সেলিব্রেটি আছেন যাদের ছুঁতে পারা একেবারেই অসম্ভব। কিন্তু অভিনেত্রী ঊষসীর ক্ষেত্রে সেই কথাটি একেবারেই প্রযোজ্য নয়। একজন সেলিব্রেটি হয়েও তিনি যেভাবে রাস্তার সামান্য একটি চায়ের দোকান থেকে চা ও কেক খাচ্ছেন তা সত্যিই ভাবা যায়না। এত নাম, খ্যাতি পেয়েও তারমধ্যে নেই এতটুকুও অহংকার। আর সেই ভিডিওই আজ ভাইরাল নেট মাধ্যমে।
অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে তাকে শাড়ি পরে রাস্তার পাশের দোকান থেকে মাটির ভাঁড়ে চা খেতে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে বাপুজি কেক। ওই ভিডিওতে অভিনেত্রী বলেন যে, বাপুজি কেক তার খুব প্রিয়। কিন্তু ছোট বেলায় তাকে খেতে দেওয়া হতো না। আর তাই এটা খাওয়ার মধ্যে নিষিদ্ধ একটি আনন্দ আছে। সম্প্রতি অভিনেত্রীর এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
View this post on Instagram
প্রসঙ্গত, স্টার জলসার পর্দায় ‛শ্রীময়ী’ ধারাবাহিকে খলনায়িকা ‘জুন আন্টি’র চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার বলা ডায়লগ থেকে শুরু করে তার মুখ বেকানো সব নিয়েই হয়েছে ট্রোল। কিন্তু অভিনেত্রী সবটাই মজার ছলে নিয়েছেন। বরাবরই পজেটিভ ভাবে থাকতে পছন্দ করেন অভিনেত্রী। এমনকি ফিটনেস নিয়েও তিনি বেশ সতর্ক। তাই পর্দায় তাকে তার ক্যারেক্টারের কারণে মানুষজন পছন্দ না করলেও বাস্তবজীবনে অভিনেত্রী সকলেরই বেশ পছন্দের।