‘এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে’, কাঞ্চনকে জাপটে ধরা ছবি দিয়ে যা বললেন শ্রীময়ী

Kanchan-Sreemoyee: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া সর্বত্রই এখন চর্চা চলছে টলিপাড়ার নয়া জুটি কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। 2021 সাল থেকেই তাদের সম্পর্ক নিয়ে চলছে বিস্তর জলঘোলা। প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই জুটি সম্পর্ক প্রকাশ্যে আনেন কাঞ্চন পত্নী তথা টেলিপাড়ার জনপ্রিয় নায়িকা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আর সেই থেকেই শুরু যত চর্চা। আজকাল একাধিক অনুষ্ঠানে একসঙ্গেই দেখা পাওয়া যায় এই তারকা জুটির।
Kanchan-Sreemoyee
দিনের পর দিন কাঞ্চন পিঙ্কির সম্পর্ক হচ্ছে আলগা। অন্যদিকে শ্রীময়ীর সঙ্গে শক্তিশালী হয়ে উঠছে টলিপাড়ার কমেডিয়ান অভিনেতা কাঞ্চনের সম্পর্ক। জোরদার যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে ঠিক তখনই সমাজ মাধ্যমে ফুটে উঠল এই তারকা জুটির ছবি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ছবি তুলে ধরেছেন নায়িকা।
ক্যাপশনে লেখা, ‘প্রথম ছবিটি 2012 সালের এবং দ্বিতীয় ছবিটি বর্তমানের। আমাদের বন্ধুত্বের সম্পর্ক পার করলো 11 বছর। এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই। আমরা যেন সবসময় একে অপরের সঙ্গে থাকতে পারি’। অভিনেত্রীর এই ছবি দেখে রে রে করে ধেয়ে এলেন নেটপাড়ার বাসিন্দারা। কমেন্ট বক্স ভরলো বিতর্কিত কমেন্টে। কেউ লিখলেন, ‘বন্ধু বলে আর লজ্জা দিওনা বলো প্রেম করছি’। আর একজন লিখলেন, ‘রাখি পরিয়ে দাও কাঞ্চনদার হাতে’।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই মদন মিত্রের ছবি ‘ওহ লাভলীর’ স্ক্রিনিং এ একই রঙের পোশাক পরে ধরা দিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। নায়িকার পরনে ছিল বিকিনি কাট ব্লাউজ, কালো শাড়ি। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন কালো রংয়ের শার্ট-প্যান্ট। উল্লেখ্য, বর্তমানে আর এক ছাদের তলায় থাকেন না কাঞ্চন-পিঙ্কি। অনেক আগেই আলাদা হয়ে গেছে তাদের পথ চলা। আদালতে চলছে ডিভোর্স সংক্রান্ত মামলা। যদিও সেসব এখন অতীত। সোশ্যাল মিডিয়া মেতে উঠেছে টলিপাড়ার বহু চর্চিত জুটি কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে।