‘নিজের যোগ্যতায় কাজ পেয়েছি, কাঞ্চন মল্লিকের জন্য নয়’, নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন শ্রীময়ী চট্টরাজ

Kanchan-Sreemoyee ফের একবার সংবাদের শিরোনামে কাঞ্চন-শ্রীময়ী বিতর্ক। পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। বছর পেরিয়েছে ঠিকই কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না। একটা ঘটনাকে কেন্দ্র করে একের পর এক সমালোচনার মুখে এই দুই তারকা। যদিও দুজনেরই বক্তব্য তারা নিজেদের জায়গায় ঠিক আছেন। তবে, হঠাৎ করে আবার কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee) বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো কেন সেটাই ভাবছেন নিশ্চই?
আসলে দিন দুয়েক আগে কলকাতার একটি নামী রেস্তোরাঁয় তারকাদের আসর বসে। আর সেখানেই একসঙ্গে ফ্রেমবন্দি হন কাঞ্চন ও শ্রীময়ী। সেখান থেকেই ফের শুরু চর্চা। যদিও এদিন শুধু তারাই নয় উপস্থিত ছিলেন টলিপাড়ার একঝাঁক তারকারা। তাদের মধ্যে ছিলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, অদিতি মুন্সি, জুন মালিয়া সহ আরও অনেকে। জমজমাটি আড্ডা সহ খাওয়া-দাওয়া ও বন্ধুত্বের উদযাপন করছেন সকলেই।
নিয়ন আলোয় প্রত্যেকেই ধরা দিয়েছেন হাসি মুখে। আর সেই ছবিই শ্রীময়ী (Sreemoyee Chattoraj) পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর তারপর থেকে ফের কাঞ্চন ও শ্রীময়ীর নাম জড়িয়ে চলতে থাকে নানান ধরণের কটাক্ষ। যদিও এসব কিছু একেবারেই মুখ বুজে সহ্য করেননি অভিনেত্রী। পাল্টা জবাবও দিয়েছেন।
View this post on Instagram
বলেছেন যে ‛এক বছর ধরে এত সহ্য করেছি, যে এখন আর কোনও কুমন্তব্য খুব একটা গায়ে লেগে না। আমি যদি অন্যায় না করি, তাহলে রাখঢাক করার দরকার পড়বে না। কাঞ্চনদার সঙ্গে আমার বহু বছরের বন্ধুত্ব। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। কে কি বলল তা নিয়ে ভাবি না’। এমনকি তাকে ও কাঞ্চন মল্লিককে নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী এও বলেছিলেন যে কাঞ্চনদা বন্ধু বলে তার থেকে সাহায্য নিয়ে কাজ পাইনি। যতটুকু করেছি নিজের যোগ্যতায়।