অন্তর্বাস টাইট হয়েছে! সোজা ঋত্বিক রোশনের কাছে অভিযোগ অভিনেত্রী শ্রীলেখার, হতবাক নেটিজেনরা

ব্রা টাইট হতেই সোজা হৃতিকের কাছে অভিযোগ দায়ের শ্রীলেখার। একসময়ের টলিউড জগতের একজন সুপরিচিত জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাঁর অভিনয় দক্ষতা দিয়েই জয় করে নিয়েছেন সকলের মন। বাংলা ধারাবাহিক ‘তৃষ্ণা’ দিয়ে তার অভিনয় জীবনের উত্থান হয়। এরপর বাসু চক্রবর্তীর (Basu Chakraborty) ‘হটাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান।
বর্তমানে সেভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও মাঝে মধ্যেই উঠে আসেন সংবাদের শিরোনামে। মজার মজার পোস্ট করে তিনি ভাইরাল হন। সম্প্রতি অন্তর্বাস সংক্রান্ত একটি পোস্ট করেন অভিনেত্রী। আর সেটা নিয়েই নেট মাধ্যমে চলছে হাসির ফোয়ারা। শ্রীলেখার ওই পোস্টে তিনি লিখেছেন যে, ‛সরি হৃতিক রোশন তোমার ব্রা খুব টাইট হয়েছে আমার’।
শুধু পোস্টই নয় সঙ্গে স্ক্রিনশর্টও শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু বিষয়টি কি তা বোধগম্য হচ্ছে না নিশ্চই? আসলে শ্রীলেখা Hrx By Hrithik Roshan কোম্পানির একটি ব্রা কিনেছিলেন অনলাইন সাইট থেকে। যেটি ফিটিংসের সমস্যা হওয়ার কারণে ফেরত দিয়েছেন অভিনেত্রী। আর তারপর সেটাই মজার ছলে পোস্ট করেছেন নেট মাধ্যমে। আর যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
আর শ্রীলেখার এই কথায় নেটিজেনদের হাসতে হাসতে পেটে খিল ধরেছে। কেউ কমেন্ট করে লিখেছেন যে, ‛চরম সেন্স অফ হিউমার’। আবার কেউ শ্রীলেখার পায়ের ধূলোও চেয়েছেন। এমনই সব মজার মজার পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন অভিনেত্রী শ্রীলেখা।