×
EntertainmentTrending

ভেঙে গেল মায়ের তৃতীয় বিয়ে, এরমাঝে প্রকাশ্যে এল শ্রাবন্তী পুত্র ঝিনুকের প্রেম

নতুন বছরের শুরুতে নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে তারকারা। কেউ হঠাৎ বিয়ের ছবি দিয়ে চমকে দিচ্ছেন তো আবার কেউ বিয়ের তারিখ ঘোষণা করে। তা স্টার কিডরাই বা বাদ যাবে কেন। টলিউডের গর্জিয়াস অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে সমালোচনার শেষ নেই। সংবাদের শিরোনাম জুড়ে প্রায়শই দেখা যায় তাঁকে বিরাজ করতে। বেশ কয়েকবার শ্রাবন্তীর ছেলেও শিরোনামে এসেছে বটে। তবে এইবার ঘটনাটা খুবই উদ্বেগজনক।

উদ্বেগজনকই তো কারণ, সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল শ্রাবন্তী রোশনের বিবাহ বিচ্ছেদ নিয়ে। আবার বুঝি নতুন কোনো সম্পর্কে জড়াবেন নায়িকা এই নিয়েও নেটবাসীদের মধ্যে শুরু হয়েছিল জল্পনা। যদিও শ্রাবন্তীকে কোনো বিষয়েই মুখ খুলতে দেখা যায়নি। তিনি খুব মনোযোগ দিয়েই করে যাচ্ছেন তাঁর কাজ। বর্তমানে তিনি স্টার জলসায় প্রচারিত একটি রিয়েলিটি শোতে হোস্টিংয়ের কাজ করছেন।

ADVERTISEMENT

নেটদুনিয়া মায়ের সাথে সাথে ছেলের খবর জানতেও খুব আগ্রহী। এখনই শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হয়ে থাকে মায়ের জেরেই। তবে এইবার অভিমন্যু চট্টোপাধ্যায় খবরে উঠে এলেন তাঁর ভালোবাসার জন্য। অভিমন্যু নিজের ইনস্টাগ্রাম পেজে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, তাঁদের ভালোবাসা ৩ বছর পূর্ণ হলো।

অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ। তাঁর ইনস্টাগ্রাম পেজ দেখে এটাই মনে করা হচ্ছে যে তিনি একজন মডেল। তিনিও প্রেমিক অভিমন্যুর সাথে ছবি দিয়ে স্বীকার করেছেন তাঁদের সম্পর্কের কথা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, একই মানুষের সাথে আর একটা নতুন বছর শুরু করলেন।

ADVERTISEMENT

Related Articles