
কঠিন থেকে কঠিনতর হচ্ছে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) যাত্রা! কিন্তু তারপরেও নিজের লক্ষ্যে অবিচল নায়িকা। কিন্তু কি তার যাত্রা তাই ভাবছেন নিশ্চই? একটু ধৈর্য্য ধরুন মশাই খোলসা হবে সবটাই। টলিউডের প্রথম সারির নায়িকা তিনি। দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে, বর্তমানে তাকে সেভাবে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা বলুন বা সৌন্দর্য্যে ভাঁটা পড়েনি এতটুকুও। বরং তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ।
View this post on Instagram
কিন্তু গত বছরে হঠাৎ করে অভিনেত্রীর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। আর যা নিয়ে তিনি ট্রোলের মুখেও পড়েছিলেন। তবে, তার পরপরই যোগ দিয়েছেন ওয়াকআউটে। রীতিমতো নিয়ম করে জিম ক্লাস যান অভিনেত্রী। সঙ্গে রয়েছে কড়া ডায়েট। প্রথমদিকে তাকে সাধারণ ওয়ার্কআউট করতে দেখা গেলেও ধীরে ধীরে তার ওয়ার্কআউট কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।
View this post on Instagram
সম্প্রতি তারই নিদর্শন মিললো শ্রাবন্তীর শেয়ার করা ভিডিওতে। যেখানে তাকে তারই হাতের উপর রাখা টেনিস বলকে একটুও না নাড়িয়ে হাতের ফাঁক দিয়ে গলে যেতে দেখা যাচ্ছে। আর যা মোটেই সহজ নয়। যদিও এই কাজটাই অনায়াসে করে দেখিয়েছেন শ্রাবন্তী। তার পরণে রয়েছে কালো-গোলাপী রঙের জেগিংস ও নীল-টি শার্ট। চুলে বাঁধা পনিটেল। একেবারে মেকআপ ছাড়া লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে শ্রাবন্তী তার ফিটনেস কোচ অরিজিৎকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিনেত্রী নিজের চার বন্ধুকে এই চ্যালেঞ্জে নমিনেট করেছেন। তারা তো রীতিমতো নার্ভাস বোধ করছেন এই চ্যালেঞ্জ দেখে। আগামী দিনে শ্রাবন্তীকে ‛ডিয়ার ডি’, ‛হাঙ্গামা ডট কম’ সহ আরও অনেক ছবিতেই দেখা যাবে।