×
Entertainment

তৃতীয় বিয়ে ভাঙনের মুখে শ্রাবন্তীর জীবনে ফিরে এলো প্রথম প্রেম, খুবই আনন্দিত অভিনেত্রী

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

ADVERTISEMENT

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখনও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন বারবারই দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে। শ্রাবন্তীর সঙ্গে তিনি যে থাকছেন না তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। তাঁরা সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করছেন তাতে এটুকু বুঝতে বাকি নেই যে, তাদের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছে।

তবে, এতকিছুর মধ্যেও একেবারে নির্ভেজাল ভালোবাসার কথা শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী শ্রাবন্তী। আর সেই ভালোবাসার কোন রূপ, রং কিছুই হয় না। নিশ্চই ভাবছেন যে করা তারা? তাহলে শুনুন। তাঁরা হলেন শ্রাবন্তীর খুব কাছের মানুষ। যারা বিপদে-আপদে সবসময় পাশে থাকে তার।

যতই যা হোক না কেন আমাদের প্রিয় অভিনেত্রী যে তাঁদের ভালোবাসার মানুষদের ছাড়া অসম্পূর্ণ তা তিনি বারে বারেই বলেছেন। কিছুদিন আগেও এক বন্ধুর ছবি শেয়ার করে ভালোবাসার কথা জানিয়েছিলেন শ্রাবন্তী। তাঁর উত্তরে বন্ধুটিও তাঁকে লাভ ইউ সুইট হার্ট জানিয়েছিলেন।

বন্ধু-বান্ধব রা যে তার জীবনে বিশেষ জায়গা জুড়ে আছে তা বারবারই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে, বন্ধুবান্ধব ছাড়াও আপাতত অভিনেত্রী তাঁর নতুন জিম, “সুপারস্টার পরিবার সিজন ২ নিয়েও ব্যাস্ত। আর অভিনয় তো রয়েছেই। এতকিছু ঘটে যাওয়ার পরেও তৃতীয় স্বামীর থেকেও শ্রাবন্তীর মতে তার কাজই হল তার প্রথম প্রেম।

তবে, অভিনেত্রী যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে একেবারেই চিন্তিত নন তা ছবিতে বেশ স্পষ্ট। সম্প্রতি শ্রাবন্তীর পোস্ট করা ছবি গুলিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles