রোশনকে ছেড়ে ঢাকার শান্ত খানের সাথে দুবাই উড়ে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী!
শ্রাবন্তী চট্টোপাধ্যায় নামটা বর্তমানে ট্রেন্ডিংয়ে বলতে পারেন। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। টলিউডের এই মিষ্টি নায়িকা এপার বাংলার সাথে সাথে ওপার বাংলাতেও খুব জনপ্রিয়। তার প্রচুর ভক্তসংখ্যা রয়েছে কলকাতার বাইরে বাংলাদেশেও। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতেও অভিনয় করেছেন এই নায়িকা।
এরপর শ্রাবন্তীকে দেখা যাবে ‘বিক্ষোভ’ সিনেমায়। এই চলচ্চিত্রে সর্বশেষ ঢাকাই চলচ্চিত্রের উঠতি চিত্রনায়ক শান্ত খান বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী। সূত্রের খবর, তারা দুবাই উড়ে গিয়েছিলেন একসাথে। কিন্তু এখন সকল নেটিজেনদের মনে প্রশ্ন যে তারা দুবাই গিয়েছিলেন কেন?
এই প্রশ্নের উত্তরে শান্ত খানকে বলতে শোনা যায় যে, করোনা পরিস্থিতির কারণে চলচ্চিত্রের কাজ বন্ধ রয়েছে দীর্ঘদিন। যে কারণে এই সিনেমার একটি রোমান্টিক গানের শুটিং এখনও বাকি রয়ে গেছে। সেই গানের শুটিং করতেই তাঁরা দুবাই গিয়েছিলেন।
গত বছরই ‘বিক্ষোভ’ সিনেমা’র শুটিং শুরু হয়। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী ও শান্ত। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত রোজার ঈদে। সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় করোনা পরিস্থিতির কারণে তাই সিনেমাটি মুক্তির দিন পিছিয়েছে।