×
EntertainmentTrending

বিচ্ছেদের পরে শ্রাবন্তীর জীবনে এন্ট্রি নিল নতুন বন্ধু, একে অপরকে বললেন ‘Love You’

সম্প্রতি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখানও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন নাকি দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

ADVERTISEMENT

তবে, দুজনেই কিন্তু দুজনের নিজেদের পথে দিব্বি হেটে চলেছেন। শ্রাবন্তী কখনও শ্যুটিং কখনও নতুন জিম কখনও বা মায়ের হাতের আদর এই সব নিয়ে দিব্যি মেতে আছেন। আর অন্যদিকে রোশনও নিত্যনতুন জায়গায় ঘোরা এমনকি তার পোষ্যদের নিয়ে দিব্বি মেতে আছেন।

তবে, সম্প্রতি অভিনেত্রী তাঁর এক নতুন বন্ধুর কথা শেয়ার করেছেন ইনস্ট্রগ্রামে। তিনি এমনই একজন মানুষ যাকে শ্রাবন্তী মন খুলে ‘লাভ ইউ’ জানান এবং ওই মানুষটিও তাঁর উত্তরে শ্রাবন্তীকে ‘লাভ ইউ সুইটহার্ট’ বলে। শ্রাবন্তী তাঁর বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, “ফ্রেন্ডশিপ গোল”। শ্রাবন্তীর এই বন্ধুর নাম সঞ্চারী চক্রবর্তী।

তাঁদের দুজনের ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে, এই দুঃসময়ে শ্রাবন্তীর পাশে ঢাল হয়ে আছে তার এই বন্ধু। অবশ্য তাঁদের এই বন্ধুত্ব নিয়ে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কি আর অত সহজে নষ্ট হয়। তাই সকলের কটূক্তিকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছে তাঁদের বন্ধুত্ব। সত্যিই এমন একটা বন্ধু সবার থাকা উচিত। সে ভালো এবং খারাপ উভয় সময়ে একই ভাবে পাশে থাকবে। সম্প্রতি শ্রাবন্তী এবং তাঁর এই বন্ধুর ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles