
রিমিক্স গানে রিল ভিডিওতে উষ্ণতার পারদ চড়ালেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। টলিউডের (Tollywood) প্রথমসারির জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি।
তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু। কেরিয়ার ও জীবন দুই নিয়ে প্রায়শই তিনি উঠে আসেন চর্চায়। তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এমনকি বারবার বিয়ে ও ডির্ভোস নিয়ে তিনি মাঝে মধ্যেই ট্রোলিং হয়।
View this post on Instagram
যদিও তাতে কুচপরোয়া নেই অভিনেত্রীর। তিনবার বিয়ে ভাঙলেও এখনও পর্যন্ত তার প্রেমে না নেই। বরং মাঝেমধ্যেই টুপটাপ প্রেমে পড়তে তিনি ভালোবাসেন। রোশনের (Roshan Singh) সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Chowdhury) সঙ্গে তার নাম জড়িয়েছিল। এরপর তার ফিটনেস কোচের সঙ্গেও প্রেমের সম্পর্ক আছে বলে কানাঘুষো শোনা গিয়েছিল। যদিও এসব এখন অতীত।
বর্তমানে কিছুদিন যাবৎ পরিচালক শুভ্রজিৎ-এর সঙ্গে তার নাম জড়িয়েছে। এমনকি তাদের সোশ্যাল পিডিও বেশ নজর কাড়ছে সকলের। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি রিল ভিডিও (Video)।
View this post on Instagram
যেখানে তার পরণে রয়েছে কালো রঙের লং গাউন। সঙ্গে ভারী ইয়ার রিং। হাতে ঘড়ি ও আংটি। রিমিক্স গানে শ্রাবন্তীকে বডি ফ্ল্যান্ট করতে দেখা যাচ্ছে। ভিডিওটি যে পুরোনো তা বোঝাই যাচ্ছে। কেননা শ্রাবন্তীর চুল বেশ বড় দেখাচ্ছে। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛অলওয়েজ প্রে। ইটস দা মোস্ট পাওয়ারফুল টুল এগেনস্ট ওরি, ডাউট এন্ড ফেয়ার’। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
Srabanti Chatterjee Video:
View this post on Instagram
অনেকেই শ্রাবন্তীর রূপের প্রশংসা করেছেন। আবার কিছু লোক অভিনেত্রীকে কুকথা বলতেও ছাড়েননি। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) শ্রাবন্তীর (Srabanti) এই ভিডিও।