Srabanti: এই পজিশনে ব্যায়াম করার ছবি দিয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী!

ওয়ার্ক আউটের পোশাকে নিজস্ব ভঙ্গিমায় ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। টলিপাড়ার মিষ্টি নায়িকা হলেন তিনি। রিল হোক বা রিয়েল লাইফ সব নিয়েই মাঝেমধ্যে সংবাদের শিরোনামে উঠে আসেন নায়িকা। এমনকি পান থেকে চুন খসলে তাকে নিয়ে চলে ট্রোলিংও। যদিও সেসবে একেবারেই কান দেননা অভিনেত্রী। কেরিয়ার থেকে রিয়েল লাইফ ছেলেকে সঙ্গে নিয়ে সবটাই সামলে চলেছেন সমান তালে।
View this post on Instagram
ভালোবেসে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে (Rajib Kumar Biswas) বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ১৭ বছর ১ মাস বয়সে মা হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সংসার টেকেনি। এরপর ভালোবেসে মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। যদিও মাস কয়েক যেতে না যেতেই সেই সংসারেও তালা পড়ে। তারপরই শ্রাবন্তীর জীবনে আসে রোশন সিং।
View this post on Instagram
বিয়ে করে বেশ সুখেই সংসার করছিলেন। কিন্তু বছর দেড় যেতে না যেতেই সেই সংসারও এখন ভাঙ্গনের মুখে। দীর্ঘদিন ধরে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে আদালতে তার কেস চলছে। তার পাশাপাশি অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল চারিদিকে। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে, অভিরূপ নাকি এখন অতীত। তারা এখন কেবলই শুধু ভালো বন্ধু। এমনকি এই বিষয়ে অভিনেত্রীও জানিয়েছেন যে, ‛আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু আমরা। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের সংস্থার ব্র্যান্ড এম্বাসেডর আমি’।
তবে, এসব তো ঠিক আছে। বর্তমানে অভিনেত্রী স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন হয়েছেন। দিনের অনেকটা সময় তিনি শরীরচর্চার জন্য ব্যয় করেন। আর সেখান থেকেই মাঝে মধ্যে ছবি ও ভিডিও পোস্ট করেন। তেমনই সম্প্রতি অভিনেত্রী নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে কালো পোশাকে জিমের মধ্যে বসেই একেরপর এক পোজে ছবি তুলতে দেখা গিয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛লেট দা ফান বিগিন’।
ছবিগুলি প্রকাশ্যে আসতেই একেরপর এক নোংরা মন্তব্যের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛অনেক উঁচু পাহাড়’। আবার কেউ লিখেছেন যে, ‛ব্যায়ামের পজিশন অনেক সুন্দর’। আবার তো কেউ শ্রাবন্তীর ক্যাপশনের সূত্র ধরে লিখেছেন ‛ওকে শুরু করা যাক মজা তুমিও পাবে আমিও পাবো’। যদিও অনেকেই আবার প্রশংসার বন্যায় ভরিয়েছেন কমেন্ট সেকশন। সবমিলিয়ে ভালো-মন্দ উভয় কমেন্টই কুড়িয়েছে শ্রাবন্তীর এই ছবি।