Entertainment

বুড়ি বয়সে ভীমরতি! এরম পোজ দিয়ে রিল ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী চ্যাটার্জি

Advertisement

‛বুড়ি বয়সে ভীমরতি’! ট্রেন্ডিং গানে রিল ভিডিও করে কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টলিপাড়ার বিউটি কুইন তিনি। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। এমনিতেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত জীবন নিয়ে বারংবারই তিনি উঠে এসেছেন সংবাদের শিরোনামে।

এমনকি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ থেকে নিস্তার নেই তার। তবে, তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে দেখলে বোঝার উপায় নেই যে, তার একটি ছেলে রয়েছে। বরং এই বয়সেও শ্রাবন্তী তার গ্ল্যামার দিয়ে ১৮-র তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন।

দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে, বর্তমানে তাকে সেভাবে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা বলুন বা সৌন্দর্য্যে ভাঁটা পড়েনি এতটুকুও। বরং তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ। তার বাঁকা চাউনিতে একেবারে ক্লিন বোল্ড সকলেই। রূপের গুনে তিনি যে আজও নতুন প্রজন্মকে প্রেমে ফেলতে পারেন তা নিঃসন্দেহেই বলা যায়।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও এক্টিভ তিনি। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ট্রেন্ডিং ‛Did u Check On Me’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে থাইস্লিট ফ্লোরাল প্রিন্টের ওয়ানপিস। পোশাকের মধ্যেথেকে স্পষ্ট বক্ষ বিভাজিকা। শর্ট হেয়ারে বেলকনিতে দাঁড়িয়ে নিজের মতো করে এক্সপ্রেশন দিয়ে গানের তালে নেচেছেন অভিনেত্রী।

তবে, ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কটাক্ষের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛বুড়ি বয়সে ভীমরতি’! আবার কেউ লিখেছেন ‛পোলার বিয়ারের মতো সাদা’। কেউ আবার খুব নোংরা ভাষায় কটাক্ষ করেছেন। সবমিলিয়ে ফের একবার ভাইরাল শ্রাবন্তীর এই ভিডিও।