×
EntertainmentVideoViral Video

‘সন্তানের বয়সী ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য, বউ হবার সখ গেলো না’, ফটোশুট করে ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী

পরণে কনের সাজ! টেলিভিশন তারকার সঙ্গে রোম্যান্টিক অবতারে দেখা মিলল শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। মুহূর্তে ভাইরাল ভিডিও। ‛এটা পঞ্চম বিশ্বযুদ্ধ নাকি?’ প্রশ্ন নেটিজেনদের। পাশাপাশি বইছে কটাক্ষের বন্যা। ফের একবার নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও তিনি টলিউডের একজন মিষ্টি নায়িকা। কিন্তু তারপরেও তার ব্যক্তিগত জীবন এতটাই এলোমেলো যে মানুষ তার কাজের সঙ্গে সেটিকে জুড়ে দেয়। আর চলে কটাক্ষ।

‘সন্তানের বয়সী ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য, বউ হবার সখ গেলো না', ফটোশুট করে ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী -

এবারেও সেই থেকে মুক্তি পেলেন না অভিনেত্রী। সকলেই জানেন যে, তার বিবাহিত জীবন একেবারেই সুখের নয়। বারংবার বিয়ে করার পরও তার সংসার জীবন টেকেনি। রাজীব কুমার, কৃষ্ণ বিরাজ, রোশন সিং সকলেই এখন তার প্রাক্তন। মাঝে অভিরূপ নামে একজনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে জিম ইন্সট্রাক্টরের সঙ্গে তার সম্পর্ক আছে বলে কানাঘুষো শোনা যায়। আর সেই নিয়েও তাকে কম কথা শুনতে হয়না।

যদিও শ্রাবন্তী এসব কোনো কিছুতেই কান দেয়না। নিজের কেরিয়ার জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ তিনি। মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি ও ভিডিওতে ঝড় তোলেন। সম্প্রতি এবার তাকে দেখা গেল জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার রুদ্র সাহার হয়ে ফটোশ্যুট সারতে। একেবারে কনের সাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী। পরণে কমলা রঙের বেনারসী, গোলাপি ব্লাউজ, কপালে কলকা, মাথায় মুকুট। এমনকি গা ভর্তি গয়না সহ নাকে নথ।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

‛রাধা’ সিরিয়াল খ্যাত টেলিভিশন অভিনেতা রবি শাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। তার সঙ্গেই একেরপর এক রোম্যান্টিক দৃশ্যে ধরা দিয়েছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛Baiyan Naa Dharo’ গানটি। রুদ্র সাহা নিজের প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করেছেন। আর ভিডিওটি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন।

‘সন্তানের বয়সী ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য, বউ হবার সখ গেলো না', ফটোশুট করে ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী -

কেউ লিখেছেন ‛এটা পঞ্চম বিশ্বযুদ্ধ নাকি?’। আবার কেউ লিখেছেন ‛মনে হচ্ছে আবার একটা বিয়ে খাবো দিদির’। আবার কেউ লিখেছেন ‛মাঝে মধ্যে মনে হয় বহুবিবাহ করার জন্যই এর জন্ম হয়েছে’। এছাড়াও একজন লিখেছেন, ‘সন্তানের সমান বয়সী ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য। বউ হবার আর সখ গেলো না’।  সবমিলিয়ে আবারও একবার নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রাবন্তীর এই নয়া ভিডিও।