Entertainment

‘তুমি কি আমার ছেলের মা হবে?’ হট ছবি শেয়ার করতেই নেটিজেনের নোংরা মন্তব্যের শিকার শ্রাবন্তী

Advertisement
Advertisements

তুমি কি আমার ছেলের মা হবে? নেটমাধ্যমে ছবি শেয়ার করতেই ফের নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। পাশাপাশি তিনি টলিপাড়ার (Tollywood) বিউটি কুইনও বটে। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত।

এমনিতেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বারংবারই উঠে এসেছেন সংবাদের শিরোনামে। এমনকি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ থেকে নিস্তার নেই তার। তবে, এতো বাঁকা কথা, কটাক্ষ তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে দেখলে বোঝার উপায় নেই যে, তার একটি ছেলে রয়েছে।

বরং এই বয়সেও শ্রাবন্তী (Srabanti Chatterjee) তার গ্ল্যামার দিয়ে ১৮-এর তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক এক্টিভ তিনি। মাঝেমধ্যেই ছবি শেয়ার করে ঝড় তোলেন। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরণে রয়েছে কালো রঙের ওয়ানপিস। সঙ্গে মানানসই স্টিলেটো, হাতে ঘড়ি।

‘তুমি কি আমার ছেলের মা হবে?' হট ছবি শেয়ার করতেই নেটিজেনের নোংরা মন্তব্যের শিকার শ্রাবন্তী

আকাশের দিকে তাকিয়ে নিজের ভঙ্গিমায় ছবিটি তুলেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে শ্রাবন্তী (Srabanti Chatterjee) ক্যাপশনে লিখেছেন যে, ‛স্কাই ইজ দ্য লিমিট’। শ্রাবন্তীর এই ছবিতে একেরপর এক প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। তবে, অনেকেই আবার কটাক্ষ করতেও ছাড়েননি। লিখেছেন যে, ‛তুমি কি আমার ছেলের মা হবে’?। আবার কেউ লিখেছেন ‛পাগলী মাল’। যদিও তাতে কুচ পরোয়া নেই শ্রাবন্তীর। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) শ্রাবন্তীর এই ছবি।