‘বর বদলের পর দল বদল’! রাজ্য সরকারের থেকে ‘মহানায়ক’ সম্মান নিতেই শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনদের

Srabanti Chatterjee: নিত্যদিন খবরের শিরোনামে ঘোরাফেরা করে তাঁর নাম। অভিনয় জগৎ নয় বরং তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই যত চর্চা হয় সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায়। বলা বাহুল্য, তাঁর ব্যক্তিগত জীবন মুখরোচক বিষয় হয়ে গিয়েছে সমালোচকদের কাছে। তিনি যে কোন ছবি পোস্ট করলেই রে রে করে ধেয়ে আসেন নেট নাগরিকরা। তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের তালিকায় জ্বল জ্বল করছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম। সুদীর্ঘ কেরিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু হিট ছবি। বর্তমানে কমার্শিয়াল ছবি ছেড়ে নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন শ্রাবন্তী। সময়ের সঙ্গে সঙ্গেই যেন বাড়ছে তাঁর গ্ল্যামার। কিন্তু এত কিছুর পরেও তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে খোটা দিতে ছাড়েন না নেটিজেনরা। এবারও ঘটলো না তার অন্যথা।
View this post on Instagram
গত সোমবার অর্থাৎ 24 তারিখ কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন টলি তারকারাও। এদিনের মঞ্চে 5 অভিনেতার হাতে তুলে দেওয়া হয় ‘মহানায়ক’ সম্মান। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরার পাশাপাশি সেই তালিকাতে নিজের জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এদিন পুরস্কার তুলে নেন তিনি।
View this post on Instagram
অনুষ্ঠান মঞ্চের একটি ভিডিও নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রাবন্তী লেখেন, ‘অধ্যবসার দাম… বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এবং আমার প্রিয় দিদির কাছ থেকে ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি’। অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে যেমন তাঁকে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। ঠিক তেমনি কটাক্ষ করতে ছাড়লেন না সমালোচকেরা।
উল্লেখ্য, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই ময়দানে নেমেছিলেন তিনি। তবে ফলাফল নির্বাচন হতেই দেখা যায় গোহারা হেরে গিয়েছেন অভিনেত্রী। এরপরেই তিনি ছেড়ে দেন রাজনীতি। আপাতত অভিনয় জগৎ নিয়েই ব্যস্ত বহু চর্চিত নায়িকা।