×
Entertainment

‘তুই বড় হয়ে আমার নায়িকা হবি’, ছোট্ট শ্রাবন্তীর প্রতিভা দেখে ভবিষ্যৎবানী করেছিলেন প্রসেনজিৎ

অবশেষে ফলে গিয়েছে প্রসেনজিতের ভবিষ্যৎবানী! মেয়ে থেকে হয়েছেন নায়িকা। কি বিষয়টা ঠিক বোধগম্ম হলনা নিশ্চই? তাহলে খোলসা করে বলা যাক। সালটা ছিল ১৯৯৭। প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করার জন্য ডাক পেয়েছিলেন ছোট্ট একটি মেয়ে। যার বয়স মাত্র ৯ বছর। আর তিনি হলেন আজকের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। ছবিটির নাম ছিল ‛মায়ার বাঁধন’।

'তুই বড় হয়ে আমার নায়িকা হবি', ছোট্ট শ্রাবন্তীর প্রতিভা দেখে ভবিষ্যৎবানী করেছিলেন প্রসেনজিৎ -

যেখানে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। তারপর পেরিয়েছে অনেক গুলো বছর। আর এবার মেয়ে নয় ‛কাবেরি অন্তর্ধান’ সিনেমায় প্রসেনজিতের (Prosenjit Chatterjee) নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। আর এই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। আর তখন তিনি জানিয়েছেন যে, বুম্বাদার সঙ্গে সবসময়ই তার ভালো সম্পর্ক। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও দেখা হয়েছে। কিন্তু কখনও কাজ করে ওঠা হয়নি।

'তুই বড় হয়ে আমার নায়িকা হবি', ছোট্ট শ্রাবন্তীর প্রতিভা দেখে ভবিষ্যৎবানী করেছিলেন প্রসেনজিৎ -

তবে, এভারগ্রীন বুম্বাদার সঙ্গে তার কাজ করার ইচ্ছে ছিল। আর সেটাই এবার হয়েছে। এই ছবিতে কাজ করার সময় বুম্বাদা তাঁর সঙ্গে মায়ার বাঁধন-র মতোই ট্রিট করেছেন বলে জানিয়েছেন। একটা সময় শ্রাবন্তী বুম্বাদার পিঠে চড়ে ঘুরতেন। আর এবারেও বুম্বাদা নাকি তাকে মজা করে বলেছেন এখনও তোকে পিঠে নিয়ে ঘুরি? অভিনেত্রীর কথায় এতবছর পর প্রসেনজিতের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি একটু নার্ভাস ছিলেন।

'তুই বড় হয়ে আমার নায়িকা হবি', ছোট্ট শ্রাবন্তীর প্রতিভা দেখে ভবিষ্যৎবানী করেছিলেন প্রসেনজিৎ -

কিন্তু প্রসেনজিৎ তাকে আপন করে নেওয়ায় তার অস্বস্তি কেটে যায়। এমনকি শ্রাবন্তী আরও বলেছেন যে, তার চুলের স্টাইলের জন্য সেসময় প্রসেনজিৎ নাকি তাকে ‛লেডি ডায়না’ বলে ডাকতেন। অভিনেত্রীর কথায় বুম্বাদা নাকি একদিন বলেছিলেন ‛তুই একদিন আমার নায়িকা হবি’। পাশাপশি সেইসময় ‛মায়ার বাঁধন’ ছবিতে কাজ করেছিলেন সোহম। আর তাকে নিয়েও প্রসেনজিৎ বলেছিলেন যে, বড় হয়ে সোহম ও তুই একদিন নায়ক-নায়িকা হয়ে কাজ করবি।

'তুই বড় হয়ে আমার নায়িকা হবি', ছোট্ট শ্রাবন্তীর প্রতিভা দেখে ভবিষ্যৎবানী করেছিলেন প্রসেনজিৎ -

আর প্রসেনজিতের সেই ভবিষ্যৎবাণী একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। সম্প্রতি সেই কথাই প্রকাশ্যে এসেছে।