Srabanti Chatterjee: পোশাকের নীচে কালো অন্তর্বাস দেখিয়ে ভক্তদের ঘুম কাড়লেন শ্রাবন্তী চ্যাটার্জি

সিল্ক থেকে মখমল, সার্টিন থেকে সিকোয়েন্স সব পোশাকেই ঝড় তোলেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা। কার কথা বলছি বলুন তো? হ্যাঁ একদম ঠিক ধরেছেন তিনি হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। কথায় বলে কালো জগতের আলো। আবার কারোর কাছে কালো মানে অন্ধকার। তবে, ফ্যাশনের দুনিয়ায় কালো পোশাকেরই চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। আর এই কালো পোশাকেই বারেবারে ঝড় তোলেন শ্রাবন্তী।
View this post on Instagram
অনেকদিন আগেই ৩৫-এর গন্ডি পার করে ফেলেছেন শ্রাবন্তী। এমনকি তার একটি প্রাপ্তবয়স্ক ছেলেও আছে। আর সেকথা কারোরই অজানা নয়। কিন্তু তার ছবি দেখলে তা বোঝার উপায় নেই একবিন্দুও। এই বয়সেও শ্রাবন্তী তার গ্ল্যামার দিয়ে ১৮-র তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন। দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।
কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা বলুন বা সৌন্দর্য্যে ভাটা পড়েনি এতটুকুও। বরং তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ। তার বাঁকা চাউনিতে একেবারে ক্লিন বোল্ড সকলেই। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি ফের একবার এই কালো পোশাকেই বাজিমাত করলেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা।
View this post on Instagram
সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) শ্রাবন্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তার পরণে রয়েছে কালো রঙের ব্রা সঙ্গে সিকোয়েন্সের লং কোর্ট ও প্যান্ট। খোলা চুলে মোহময়ী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। যদিও ভিডিওটি যে পুরনো তা বোঝাই যাচ্ছে। কেননা কিছুদিন আগেই অভিনেত্রী চুল কেটে ছোট করেছেন। আর এই ভিডিওটিতে তাকে লং হেয়ারে দেখা যাচ্ছে।
View this post on Instagram
ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষই শ্রাবন্তীর রূপের প্রশংসা করেছেন। বর্তমানে শ্রাবন্তী কঠোর হার্ডওয়াকে মন দিয়েছেন। পাশপাশি চলছে তার কেরিয়ার। আগামী দিনে শ্রাবন্তীকে ‛ডিয়ার ডি’, ‛হাঙ্গামা ডট কম’ সহ আরও অনেক ছবিতেই দেখা যাবে। পাশাপাশি সামলাচ্ছেন ‛ডান্স বাংলা ডান্স’-র (Dance Bangla Dance) বিচারকের আসন।