×
Entertainment

বিচ্ছেদ নিয়ে মাথাব্যথা নেই, রোশনকে ভুলে নতুন জীবন শুরু করলেন শ্রাবন্তী

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। তার মিষ্টি হাসিতে ঝড় ওঠে পুরুষদের মনে। তাঁকে একটিবার দেখার জন্য পাগল সবাই।

তবে, হাসিখুশি, মিষ্টি এই অভিনেত্রীর মুখের হাসি যে বিধাতা কতবার কেড়ে নিচ্ছেন তা বোঝা দায়। কেননা, এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া।

এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে, সে সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। কিন্তু, একবছরের মধ্যেই সে সম্পর্কে ভাঁটা পরে।

এরপরেই আলাপ হয় রোশন সিংয়ের সঙ্গে। তারপর জমজমাট করে করেন বিয়ের অনুষ্ঠান। সব ভালোই চলছিল। তবে, হটাত ঠিক কি কারণে তাদের সংসারে ভাঙ্গন ধরলো সেই প্রশ্নই ঘুরছে টলি পাড়ায়। আর এই কারণেই নিত্যদিন তাকে নিয়ে ট্রোল, মিম হয়ে যাচ্ছে।

তবে, এদিকে নায়িকা কিন্তু বিয়ে টিকলো কি টিকলো না তা নিয়ে ততোটাও চিন্তিত নন। সে কিন্তু দিব্বি আছেন। কখনও শ্যুটিং কখনও নতুন জিম কখনও বা মায়ের হাতের আদর এই সব নিয়ে দিব্যি মেতে আছেন তিনি। এছাড়া তিনি এখন নিজেকে হইচই এর নতুন সিরিজে নিজেকে ব্যাস্ত রেখেছেন।

তবে, এই সবকিছুর পাশাপাশি অভিনেত্রী ফিটনেস নিয়েও যে খুব সচেতন তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে যে, তিনি জিম করতে গেছেন শরীর ফিট রাখতে। তার পরনে রয়েছে সাদা রঙের একটি টপ ও কালো রঙের ট্রাকশ্যুট। আর সঙ্গে রয়েছে একটি ব্যাগ খোলা চুলে জিমের মধ্যে তোলা শ্রাবন্তীর এই ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এককথায় বলা যায় বিচ্ছেদ নিয়ে একেবারেই মাথাব্যথা নেই, নিজের মতো ব্যস্ত আছেন অভিনেত্রী।