Srabanti-Jeetu: জিতুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী!
Srabanti-Jeetu: চতুর্থ বিয়েতে না! জিতুর সঙ্গে প্রেমচর্চা নিয়ে অকপট সাক্ষাৎকারে শ্রাবন্তী

চতুর্থ বিয়েতে নারাজ থেকে জিতুর সঙ্গে প্রেমচর্চা! জন্মদিনে অকপট সাক্ষাৎকারে শ্রাবন্তী (Srabanti Chatterjee)। টেলিপাড়ার মিষ্টি নায়িকা তিনি। রিল হোক বা রিয়েল লাইফ সব নিয়েই মাঝেমধ্যে সংবাদের শিরোনামে উঠে আসেন নায়িকা। এমনকি পান থেকে চুন খসলে তাকে নিয়ে চলে ট্রোলিংও। যদিও সেসবে একেবারেই কান দেননা অভিনেত্রী। ছেলেকে সঙ্গে নিয়ে সবটাই সামলে চলেছেন নিজের হাতে।
গতকাল অর্থাৎ ১৩ আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। ৩৭-এ পা দিলেন অভিনেত্রী। অনেকেই এই ১৩ সংখ্যাটিকে নিয়ে ভুরু কোঁচকান। তাদের কাছে এই সংখ্যাটি আনলাকি। কিন্তু শ্রাবন্তীর কাছে ১৩ সংখ্যাটি লাকি। কেননা এই সংখ্যাই তার জীবনে এনেছে খুশির জোয়ার। জীবন তাকে নানান ওঠাপড়া শিখিয়েছে। কিন্তু তারপরেও তিনি সবটাই মেনে নিয়েছেন হাসিমুখে। বরং আরও বেশি করে ফোকাস হয়েছেন কেরিয়ারে। আর এসব নিয়েই জন্মদিনে অকপট সাক্ষাৎকারে ধরা দিলেন শ্রাবন্তী।
আরও পড়ুনঃ বাজারে এসে গেল Ather এর 3টি নতুন বৈদ্যুতিক স্কুটার, কোনটার কত দাম ও ফিচার্স কি কি? দেখুন একনজরে
ভালোবেসে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে (Rajib Kumar Biswas) বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ১৭ বছর ১ মাস বয়সে মা হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সংসার টেকেনি। ১৩ বছরের সংসার নিমেষেই ভেঙে যায়। এরপর ভালোবেসে মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। যদিও মাস কয়েক যেতে না যেতেই সেই সংসারেও তালা পরে। তারপরই শ্রাবন্তীর (Srabanti Chatterjee) জীবনে আসে রোশন সিং।
বিয়ে করে বেশ সুখেই সংসার করছিলেন। কিন্তু বছর দেড় যেতে না যেতেই সেই সংসারও এখন ভাঙ্গনের মুখে। এরপরেও কখনও প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরী ও আবার কখনও জিম ট্রেনার অরিজিৎ ঘোষাল কখনও আবার পরিচালক শুভ্রজিৎ মিশ্রর সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে, বর্তমানে অভিনেতা জিতু কমলের সংসার ভাঙার জন্য দায়ী করা হচ্ছে অভিনেত্রীকে। এমনকি তারসঙ্গে প্রেমের চর্চাও চলছে জোরকদমে।
এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন যে, আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়। কোনো ছেলের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়। আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কেউ আমায় বিচার করতে পারেন না। ওদিকে জিতুর (Jeeetu Kamal) ডিভোর্স প্রসঙ্গে তার ভূমিকা প্রসঙ্গে অভিনেত্রী জানান যে, যখন এগুলো শুনি খুব খারাপ লাগে। ওর ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার বিষয় নয়।
এমনকি অভিনেত্রী আরও বলেছেন যে, আমি জিতুকে ২০১২ সাল থেকে চিনি। যেহেতু এখন ওর সঙ্গে কাজ করছি তাই আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। এটা সাইবার ক্রাইমের দেখা উচিত। আমার কুষ্ঠিতেই আছে ঝামেলায় জড়িয়ে পরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিয়ে তেমন একটা মাথা ঘামান না অভিনেত্রী। আগে তিনি এগুলোকে সফট টার্গেট বলে ভাবলেও এখন তার কাছে স্পষ্ট যে, কিছু লোক আছেন যারা কিনা বলবেই। বর্তমানে আর কোনো প্রেম বা বিয়ে নয়। কাজকে ভালোবেসে কাজের দিকেই ফোকাসড হতে চান অভিনেত্রী।