‘বৌদি এটা কি তোমার ছোট ছেলে’! পুঁচকে বাচ্চাকে নিয়ে ছবি পোস্ট করতেই শ্রাবন্তীর দিকে ধেয়ে এলো হাজার প্রশ্ন

থাই কাটা গাউনে হট পোজ শ্রাবন্তীর! কিন্তু শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কোলে এই মিষ্টি বাচ্চা কে? প্রশ্ন নেটিজেনদের। টলিপাড়ার মিষ্টি নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। তৃতীয় বিয়ে ভাঙা থেকে শুরু করে অভিরূপের সঙ্গে প্রেমের গুঞ্জন এই সব নিয়ে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন নায়িকা। এমনকি কাজের পাশাপাশি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হট পোজে ধরা দেয় অভিনেত্রী। আর সেই ছবি ভাইরাল হয় ঝড়ের গতিতে।
সম্প্রতি কাছের মানুষের জন্মদিনে ধরা দিলেন গর্জিয়াস লুকে। তার পরণে রয়েছে থাই স্লিট কালো রঙের গাউন। এলোমেলো করে বাঁধা চুল। সঙ্গে মানানসই মেকআপ ও ন্যুড লিপস্টিকে শ্রাবন্তীর মোহময়ী এই লুক নজর কেড়েছে নেটিজেনদের।
পাশাপাশি প্রশ্ন উঠেছে কোলের বাচ্চাটি কে? কেউ আবার লিখেছেন ‛শ্রাবন্তী আবার কবে মা হল?’। আবার একজন লিখেছেন, বৌদি এটা কি তোমার ছোট ছেলে। আসলে বাচ্চাটি নায়িকার নয়। হুম একথা বলা যায় বাচ্চাটি শ্রাবন্তীর সন্তানতুল্য।
আসলে বাচ্চাটি শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষের একমাত্র ছেলে। ২০১৬ সালে ডিসেম্বর মাসে স্মিতা ও সুজয় (Smita-Sujoy) সাতপাকে বাঁধা পড়েছিল। এরপর গতবছর সেপ্টেম্বর মাসে তাদের কোল আলো করে আসে ফুটফুটে একরত্তি। আর সম্প্রতি সে পূর্ন করলো ১ বছর। আর সেই কারণেই ঘরোয়া পার্টির আয়োজন করেছে শ্রাবন্তীর পরিবার। আর সেখানেই এমন গর্জিয়াস লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে বোনপো কে নিয়ে একের পর এক ছবি ক্লিক করেছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী পুত্র ঝিনুক (Jhinuk) ও তার গার্লফ্রেন্ড দামিনী (Damini)। যদিও ক্যামেরার সামনে দেখা যায়নি অভিরূপকে (Abhirup)। সম্প্রতি শ্রাবন্তীর বোনপোর জন্মদিনের একের পর এক ছবি ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।