Black Beauty, একদম ছোট কালো পোশাকে ‘সুপার হট’ শ্রাবন্তী! নায়িকার ছবি দেখে ক্লিন বোল্ড পুরুষ ভক্তরা
Srabanti Chatterjee: কালো পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন টলি নায়িকা শ্রাবন্তী! মুহূর্তে ভাইরাল ছবি

‛কালো গোলাপ’! নেটমাধ্যমে ছবি শেয়ার করতেই নায়িকাকে প্রশংসার বন্যায় ভরালেন নেটিজেনরা। মুহূর্তে ভাইরাল ছবি। বরাবরই ছক ভাঙতে ভালোবাসেন তিনি। সে চরিত্রের প্রয়োজনেই হোক বা ব্যক্তিগত জীবনে। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন টলিউডের জনপ্রিয় প্রথম সারির মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। রিল হোক বা রিয়েল লাইফ সব নিয়েই মাঝেমধ্যে সংবাদের শিরোনামে উঠে আসেন নায়িকা।
View this post on Instagram
যদিও পান থেকে চুন খসলে তাকে নিয়ে চলে ট্রোলিংও। যদিও সেসবে একেবারেই কান দেননা অভিনেত্রী। ছেলেকে সঙ্গে নিয়ে সবটাই সামলে চলেছেন নিজের হাতে। কদিন আগেই জন্মদিন ছিল অভিনেত্রীর। আর সেদিন সিকোয়েন্সের থাইস্লিট গাউনে নজর কেড়েছিলেন সকলের প্রিয় গিন্টু। যদিও এটা তার ডাক নাম। কিন্তু অনেকেই আবার তাকে শ্রাবন্তীর চেয়ে এই নামে ডাকতেই ভালোবাসেন। সম্প্রতি তিনি ৩৬ এ পা দিয়েছেন।
আরও পড়ুনঃ বাজারে এসে গেল বৈদ্যুতিক Hero Splendor! এবার হবে লাখ টাকা সাশ্রয়
কিন্তু তারপরেও এই বয়সে এসেও শ্রাবন্তী (Srabanti Chatterjee) তার গ্ল্যামার দিয়ে ১৮-এর তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন। ভালোবেসে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে (Rajib Kumar Biswas) বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ১৭ বছর ১ মাস বয়সে মা হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সংসার টেকেনি। এরপর ভালোবেসে মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)।
View this post on Instagram
যদিও মাস কয়েক যেতে না যেতেই সেই সংসারেও তালা পরে। তারপরই শ্রাবন্তীর জীবনে আসে রোশন সিং। বিয়ে করে বেশ সুখেই সংসার করছিলেন। কিন্তু বছর দেড় যেতে না যেতেই সেই সংসারও এখন ভাঙ্গনের মুখে। দীর্ঘদিন ধরে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে আদালতে তার কেস চলছে। তার পাশাপাশি অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল চারিদিকে।
View this post on Instagram
কিন্তু বর্তমানে সেসব এখন অতীত। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে একেবারে হট লুকে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরণে রয়েছে কালো রঙের শর্ট ওয়ানপিস। কানে গোল ইয়ার রিং। পায়ে হান্টার সু। চেয়ারে বসে নিজের ভঙ্গিমায় ছবি তুলেছেন নায়িকা। যদিও ক্যাপশনে লিখেছেন ‛ক্যান্ডিড’। যথারীতি ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কালো গোলাপ’। আবার কেউ লিখেছেন ‛স্ট্যানিং’। কেউ আবার একেরপর এক হার্টের ইমোজিতে ভরিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল শ্রাবন্তীর এই ছবি।