×
Entertainment

রোশনকে ভুলে গেছেন অভিনেত্রী, স্পেশাল মানুষকে ‘ভালোবাসি’ বললেন শ্রাবন্তী

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখনও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন বারবারই দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে। শ্রাবন্তীর সঙ্গে তিনি যে থাকছেন না তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি।

ADVERTISEMENT

তাঁরা সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করছেন তাতে এটুকু বুঝতে বাকি নেই যে, তাদের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছে। তবে, এতকিছুর মধ্যেও স্পেশাল মানুষদের ছবি শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী শ্রাবন্তী। ছবিতে শ্রাবন্তীকে তাঁর তিন বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে। সঙ্গে এক খুদে সদস্যকেও দেখা যাচ্ছে এই ছবিতে। সম্ভবত এই ছোট্ট খুদে অভিনেত্রীর বান্ধবীরই সন্তান।

অভিনেত্রীর জীবনে বরাবরই যে বন্ধুরা বিশেষ জায়গা নিয়ে থাকেন তা স্পষ্ট করে দেন শ্রাবন্তী। তাঁর পাশাপাশি প্রকাশ্যেই বন্ধুদের ভালোবাসি বলতে একেবারেই দ্বিধা করেননি অভিনেত্রী। তবে, রোশনকে নিয়ে সম্পর্কে টানাপোড়েনে তিনি যে বারংবারই ট্রোল হচ্ছেন সেই নিয়ে অভিনেত্রী কোনোভাবেই পাত্তা দিতে রাজি নন বলে স্পষ্ট করেই জানান।

তবে, অভিনেত্রী যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে একেবারেই চিন্তিত নন তা ছবিতে বেশ স্পষ্ট। সম্প্রতি শ্রাবন্তীর পোস্ট করা ছবি গুলিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles