EntertainmentVideoViral Video

‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’, ছোট্ট শিশুর মতো আধো আধো গলায় কবিতা বলে তাক লাগালেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

Advertisement

লাইভ পারফরম্যান্স-এর মঞ্চে বাচ্চাদের গলা নকল করে কবিতা বলে শোনাল শ্রাবন্তী (Srabanti Chatterjee)! শুধু তাই নয় গাইলেন গানও। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ছোট থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি হলেন টলিপাড়ার ‛বিউটি কুইন’। এমনিতেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যাক্তিগত জীবন নিয়ে বারংবারই তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে।

'চাঁদ উঠেছে ফুল ফুটেছে', ছোট্ট শিশুর মতো আধো আধো গলায় কবিতা বলে তাক লাগালেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

এমনকি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ থেকে নিস্তার নেই তার। তবে, তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে দেখলে বোঝার উপায় নেই যে, তার একটি ছেলে রয়েছে। বরং এই বয়সেও শ্রাবন্তী (Srabanti Chaterjee) তার গ্ল্যামার দিয়ে ১৮-র তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন।

দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে, বর্তমানে তাকে সেভাবে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা বলুন বা সৌন্দর্য্যে ভাঁটা পড়েনি এতটুকুও। বরং তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ। তার বাঁকা চাউনিতে একেবারে ক্লিন বোল্ড সকলেই। রূপের গুনে তিনি যে আজও নতুন প্রজন্মকে প্রেমে ফেলতে পারেন তা নিঃসন্দেহেই বলা যায়।

অভিনয়ের পাশাপাশি স্টেজ শোয়ের মঞ্চেও দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি কালনাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই তাকে বাচ্চাদের গলা নকল করে কবিতা বলে শোনাল শ্রাবন্তী (Srabanti Chaterjee)! শুধু তাই নয় গাইলেন গানও। ‛Naino Mein Swapna‘ গানটি তাকে গাইতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীর পরণে ছিল নীল রঙের টপ ও সাদা স্রাগ। ‛Agamani Studio’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।