ছবিতে এই বাচ্চা মেয়েটি আজ জনপ্রিয় টলি নায়িকা! দেখুন তো চিনতে পারেন কি না

মে মাসের ১৪ তারিখ, কোনোভাবেই এই বিশেষ দিনটি ভোলা যায় না। আন্তর্জাতিক মাতৃ দিবস (International Women’s Day) উদযাপন হয় বেশ ধুমধাম করে। সন্তাদের কাছে যদিও আলাদা করে মায়েদের জন্য কোনোদিন থাকে না। তবুও এই বিশেষ দিনটি সবার থেকে আলাদা। সাধারণত মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় এই দিনটি। আর গত পরশু অর্থাৎ ১৪ই মে সেই দিনটি পালন করা হয়েছে।
View this post on Instagram
আবেগে ভেসে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরেছেন মা ও সন্তানের প্রেম। দুর্দান্ত এই ফটো গুলি খুবই ভাইরাল (Viral) হয়েছে। তাঁর মধ্যেই একটি ফটো কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। নিজের শৈশবের এক টুকরো উজ্জ্বল মুহূর্তের খতিয়ান তুলে ধরলেন টলিউডের বিখ্যাত এক নায়িকা। কে এই নায়িকা জানেন?
View this post on Instagram
ছবিতে মা ও তার দুই মেয়ে রয়েছেন এক ফ্রেমে। মায়ের বুকে আগলে আছেন দুই মেয়ে। পিছনে সীমাহীন সমুদ্র। ফটোটি অনেক পুরোনো তা বলতে দ্বিধা নেই। এই ছবিতে মহিলার পরণে রয়েছে ছাপা সুতির শাড়ি এবং সবুজ রংয়ের ব্লাউজ। অন্যদিকে তার ডানপাশের ও বামপাশের মেয়েটিদুটির পরণে রয়েছে শর্টস। এখনও চিনতে পারলেন না সেই অভিনেত্রীকে? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই মিষ্টি ছবিটি শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
View this post on Instagram
মায়ের কোলের বাঁদিকে রয়েছেন অভিনেত্রী ও ডানদিকে তাঁর দিদি। “তোমার ভালোবাসা, তোমার যত্ন এবং তোমার অসাধারণ রান্নার মতো তিনটি মহান জিনিস দিয়ে আমার জীবন তুমি ভরিয়ে দিয়েছো, তোমায় অনেক ভালোবাসি মা” – ক্যাপশনে লিখেছেন তিনি। মাতৃ দিবসে এই ফটো যে হুঁ হুঁ করে ছড়িয়ে গেছে তা শ্রাবন্তী হয়তো নিজেও বিশ্বাস করতে পারছেন না।