×
EntertainmentTrending

শ্রাবন্তীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে মনোমালিন্য, গোপন চ্যাট প্রকাশ্যে আনলেন রোশন সিং!

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখনও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন বারবারই দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

ADVERTISEMENT

তবে, ইতিমধ্যেই রোশন তার ইন্সট্রাগ্রাম স্টোরিতে একটি স্ট্যাটাস দেন। আর তা দেখেই ফের তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এদিকে শ্রাবন্তীও যে তার নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল থেকে সিং পদ বী সরিয়ে ফেলেছেন সেটাও সকলের নজরে এসেছে।

তাঁদের একের পর এক পোস্ট অথবা ছবি অথবা যে মন্তব্য করছেন তাতে এটুকু বুঝতে বাকি নেই যে, তাদের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছে। আর এই লড়াই যে কবে শেষ হবে তা কারোরই জানা নেই।

ADVERTISEMENT

Related Articles