রোশনের সাথেও টিকল না বিয়ে! শেষমেশ কঠিন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শ্রাবন্তী
টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। তার মিষ্টি হাসিতে ঝড় ওঠে পুরুষদের মনে। তাঁকে একটিবার দেখার জন্য পাগল সবাই।
তবে, হাসিখুশি, মিষ্টি এই অভিনেত্রীর মুখের হাসি যে বিধাতা কতবার কেড়ে নিচ্ছেন তা বোঝা দায়। কেননা, এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া।
এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে, সে সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। কিন্তু, একবছরের মধ্যেই সে সম্পর্কে ভাঁটা পরে।
এরপরেই আলাপ হয় রোশন সিংয়ের সঙ্গে। তারপর জমজমাট করে করেন বিয়ের অনুষ্ঠান। সব ভালোই চলছিল। তবে, হটাত ঠিক কি কারণে তাদের সংসারে ভাঙ্গন ধরলো সেই প্রশ্নই ঘুরছে টলি পাড়ায়।
আর এই কারণেই নিত্যদিন তাকে নিয়ে ট্রোল, মিম হয়ে যাচ্ছে। আর দিনদিন এগুলো বেড়েই চলেছে। আর সেই কারণেই এবার বড় সিদ্ধান্ত নিলেন নায়িকা। বন্ধ করে দিলেন নিজের ইনস্ট্রগ্রামের কমেন্ট সেকশন। নেটিজেনদের মন্তব্যে বিরক্ত হয়ে গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।