×
EntertainmentViral Video

শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম! বিচ্ছেদের দুঃখ ভুলে ব্যাপক আনন্দে অভিনেত্রী

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখনও কোন মুখ খোলেনি। বরং তিনি কখনও তাঁর নতুন জিম, কখনও রিয়ালিটি শো তে সঞ্চালনা, কখনও মায়ের হাতের আদর খাওয়া বা কখনও আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া সব নিতেই মেতে আছেন তিনি।

ADVERTISEMENT

অন্যদিকে রোশনও কিন্তু তারমতো করে জীবনটাকে উপভোগ করছেন। তাঁর মধ্যে শ্রাবন্তীর এই কান্ড ব্যাপার ঠিক কোন দিকে মোড় নিচ্ছে তা বোঝা যাচ্ছে না খোলসা করে। সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেখানে তাঁকে “Nahin bewafe tum, yeh mujg ko khabar hai” গানে লিপ মেলাতে দেখা যাচ্ছে। কিন্তু, অভিনেত্রী কাকে “Bewafa” বলছেন তা কিন্তু স্পষ্ট নয়।

কিন্তু, এই গানের মধ্যে দিয়ে অভিনেত্রী কি নতুন করে প্রেমের ইঙ্গিত দিচ্ছে? নাকি রোশনকে ফিরে পেতে চাইছেন সেটার উত্তর দেবে সময়ই। তবে, অভিনেত্রী যে, সম্পর্কের টানাপোড়েন নিয়ে একেবারেই চিন্তিত নন তা ভিডিওতে বেশ স্পষ্ট। সম্প্রতি শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles