Srabanti Chatterjee: কালো বেগমপুরী শাড়িতে এক সে এক পোজ দিলেন শ্রাবন্তী, ভিডিও দেখে কুপোকাত ভক্তরা

কালো বেগমপুরী শাড়িতে এ এক অন্য লুক শ্রাবন্তীর (Srabanti Chatterjee)! ভিডিও (Video) দেখে মুগ্ধ নেটিজেনরা। বাংলায় একটা প্রবাদ আছে ‛শাড়িতেই নারী’। বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে মানুষ আগের তুলনায় অধিক আধুনিক হয়েছে। আর এই আধুনিকতা ধরা পরেছে তাদের সাজপোশাকেও। আর তাইতো শর্টস, ওয়ানপিস, থাইস্লিট গাউন সহ বেড়েছে একাধিক পোশাকের সমাহার। কিন্তু নারী যে শাড়িতেই অনন্য তা যেন আরও একবার প্রমান হল শ্রাবন্তীকে দেখে।
View this post on Instagram
বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টলিপাড়ার (Tollywood) বিউটি কুইন তিনি। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। এমনিতেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত জীবন নিয়ে বারংবারই তিনি উঠে এসেছেন সংবাদের শিরোনামে। এমনকি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ থেকে নিস্তার নেই তার।
View this post on Instagram
তবে, এতো বাঁকা কথা, কটাক্ষ তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে দেখলে বোঝার উপায় নেই যে, তার একটি ছেলে রয়েছে। বরং এই বয়সেও শ্রাবন্তী (Srabanti Chatterjee) তার গ্ল্যামার দিয়ে ১৮-এর তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন। দিনকয়েক যাবত বেগমপুরী শাড়ির চাহিদা বেশ বেড়েছে।
View this post on Instagram
বলা যেতে পারে বেগমপুরী শাড়ি এখন ট্রেন্ডিংয়ে চলছে। বেশিরভাগ মহিলাদের পরনেই দেখা যাচ্ছে বাংলার তাঁতিদের বোনা এই সুন্দর শাড়ি। তবে, সেই তালিকায় বাদ গেলেন না অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনিও ধরা দিলেন এই শাড়িতে। তার পরণে রয়েছে ছাই রং ও কালো-লাল কম্বিনেশনের বেগমপুরী শাড়ি। সঙ্গে কালো রঙের বোর্ট নেকের ব্লাউজ। গলায় ব্ল্যাক পলিশ জুয়েলারি। কপালে টিপ, হাতে চুড়ি। খোলা চুলে একেবারে মিষ্টি লুকে ধরা দিয়েছেন নায়িকা।
View this post on Instagram
ভিডিওর (Video) মধ্যে কখনও তাকে বেলকনিতে দাঁড়িয়ে আবার কখনও গাড়ির সামনে দাঁড়িয়ে একেরপর এক পোজ দিতে দেখা যাচ্ছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও।