×
Entertainment

অতীত নিয়ে মাথাব্যথা নেই, নতুন বছরে নতুন আশা নিয়ে হাজির হচ্ছেন শ্রাবন্তী

নতুন বছরে সেজে উঠেছে মহানগরী। নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে মেতে উঠেছে সবাই। বাদ পড়েননি তারকারাও। সবাই নিজের সোস্যাল হ্যান্ডেলে নিজেদের নতুন বছরের সাজার ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুগামীদের। নতুন বছরে নতুন সাজে সেজে উঠেছেন শ্রাবন্তীও। আনন্দ টা বেশি কারণ অভিশপ্ত ২০ বিদায় নিয়েছে।

ADVERTISEMENT

আর বাকি সবার মত শ্রাবন্তীর ২০২০ একেবারেই ভালো যায়নি তা সবাই জানে। একে লক ডাউনে ঘরে বেকার বসে থাকার পাশাপাশি ব্যক্তিগত জীবনের সমস্যাও সবার সামনে এসেছিল। সব মিলিয়ে এই বিশ বছর তাঁর বিষের মতনই কেটেছ। কিন্তু ২০২১ এ নতুন আশায় বুক বাঁধতে চান হয়তো অভিনেত্রী। তাই ক্রিসমাস থেকেই নিজেকে নতুন রূপে আঁকতে শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি নিজের একটি ছবি তিনি তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়েছেন যেখানে তাঁকে দেখে বোঝায় যাচ্ছে যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তিনি একদম রেডি।এদিন শ্রাবন্তী লেদার জ্যাকেট, জিনসে হাজির হন।

নতুন বছরে অতীত ভুলে কি তাহলে সব নতুন করে শুরু করতে চলেছেন অভিনেত্রী! তাঁর পজিটিভ ভাইভস তো তাই বলছে। প্রসঙ্গত পুজোর আগে থেকেই তাঁর আর রোশনের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। এরপরেই ইন্সটাগ্রাম থেকে নিজের পদবী থেকে যেমন ‘সিং’ হটিয়ে দেন তেমনই তৃতীয় স্বামীর সমস্ত ছবি মুছে দেন তিনি। শুরু হয় তিক্ততা, বেড়ে যায় দূরত্ব। এরপর শ্রাবন্তী আসে নতুন ছন্দে। নিজেকে ব্যস্ত করে তোলেন বিভিন্ন কাজে। কখনো রিয়্যালিটি শো হোস্ট করছেন তো কখনো জিমখানা খুলে নতুন কাজের ব্যবস্থা করছেন। নিজেকে ব্যস্ত রাখার জন্য অভিনেত্রী কোন ত্রুটি রাখেননি।

নায়িকা সিনেমার পর্দায় তো বিশেষ জনপ্রিয় ছিলেনই এরই সাথে এখন বিশেষ মন দিয়েছেন রিয়েলিটি শোতে হোস্টিংয়ের ক্ষেত্রে। এরই সাথে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। আগে টিকটক করতেও দেখা যেত নায়িকাকে। এবারে আবার ইন্সটাগ্রামেই শুরু করলেন গানের সঙ্গে লিপ মেলানো। হা বেওয়াফা গানের সঙ্গে লিপ মিলিয়ে নতুন কিছু কি বোঝাতে চাইলেন অভিনেত্রী? দেখা যাক নতুন বছরে নতুন কোন চমক দিতে চলেছেন তাঁর অনুরাগীদের।

ADVERTISEMENT

Related Articles