Entertainment

Srabanti Chatterjee: নিজের লাইফের হিরোর সঙ্গে ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

Advertisement

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) নিজের জীবন নিয়ে সবসময়ই খোলামেলা। বয়স মাত্র ৩৫ ছুঁলেও ইতিমধ্যেই তিনটি বিবাহ সম্পর্কে ইতি টেনেছেন নায়িকা। নিজের মনের মতো পুরুষকে এখনও জীবন সঙ্গী হিসাবে পাননি তিনি। তবে প্রতি সময় কটাক্ষের শিকার হন অভিনেত্রী। শ্রাবন্তীর চরিত্র নিয়ে তো হামেশাই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে দোলের দিন  নিজের জীবনের হিরোকে শ্রাবন্তী যার সাথে জনসমক্ষে ফটো দিয়ে জানিয়েছেন সেই কথা।

দোলের দিন অর্থাৎ আজ শ্রাবন্তীর বাবা গৌরঙ্গ চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাই বাবাকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানাতেই এই ছবিটি শেয়ার করে নিয়েছেন নায়িকা। যেখানে বাবার বুকে মাথা রেখেছেন অভিনেত্রী। দুজনের মুখই সমান পরিমানে আবিরে রাঙানো ও চোখে আছে রোদ চশমা।

ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে মাই হিরো…লাভ ইউ বাবা।’ হাতে গোলাপি রঙের আবির নিয়েও ফটো পোস্ট করেছেন শ্রাবন্তী। সবাই যদিও কটাক্ষ পূর্ণ কমেন্ট করেছেন এই ফটোতে। কিছুদিন আগেই চুল কেটে ফেলেছেন শ্রাবন্তী সেটা নিয়েও কম কথা হয়নি। তবে নায়িকার অনুরাগীরাও বেশ সুন্দর ও সাপোর্ট কমেন্ট করেছেন এই ফটোতে।

গত ২০ সে জানুয়ারি শ্রাবন্তীর নতুন সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’ রিলিজ করেছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন শ্রাবন্তী। এই প্রথম অন্য ধরণের চরিত্রে দেখা গেল তাঁকে। অন্যদিকে, অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সাথেও এবার একটি নাম না জানা সিনেমায় দেখা যাবে নায়িকাকে যার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে।