বোল্ড ফটোশুটে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী শ্রাবস্তী চ্যাটার্জি, মূহুর্তে ভাইরাল ভিডিও
টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। তার মিষ্টি হাসিতে কুপোকাত সবাই। তাঁকে একটিবার দেখার জন্য পাগল সবাই। তবে, আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। বেজে উঠেছে বিচ্ছেদের ঘন্টা।
তাঁদের বিয়েও যে এবার ভাঙ্গনের পথে তা আর বুঝতে বাকি নেই কারোর। আর সেই কারণেই নিত্যদিনই ট্রোলের শিকার হচ্ছেন অভিনেত্রী। তবে, তাঁদের এই বিচ্ছেদ নিয়ে টলিপাড়া সহ সকল নেটিজেনদের মধ্যে এতো গুঞ্জন চললেও স্বয়ং শ্রাবন্তী এই নিয়ে মুখ খোলেনি। তবে, অভিনেত্রী মুখ না খুললেও তাঁদের কাজ বলে দিচ্ছে তাঁদের ভিতরের সম্পর্ক কতখানি মধুর।
তবে, এদিকে নায়িকা কিন্তু বিয়ে টিকলো কি টিকলো না তা নিয়ে ততোটাও চিন্তিত নন। সে কিন্তু দিব্বি আছেন। কখনও শ্যুটিং কখনও নতুন জিম কখনও বা মায়ের হাতের আদর এই সব নিয়ে দিব্যি মেতে আছেন তিনি। এছাড়া তিনি এখন নিজেকে হইচই এর নতুন সিরিজে নিজেকে ব্যাস্ত রেখেছেন।
তবে, অভিনেত্রী যেমন পর্দায় হাজার দুঃখেও হাসি খুশি থাকতে পারেন তেমন বাস্তবেও তাই। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তী শুট করছেন। আর তাঁর পরনে রয়েছে হাল্কা সবুজের মধ্যে বিভিন্ন রঙের কালার দিয়ে প্রিন্টেড একটি স্লীপলেস গাউন। তাকে এই পোশাকে বেশ হট লাগছে। আর ব্যাকরাউন্ডে বেজে উঠছে লন্ডন তু আমেরিকা, মুন্ডেয়া আ দিলাদে মায়নু বুজখলীফা। সম্প্রতি তাঁর এই ভিডিওটিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।