Srabanti Chatterjee: গুনধর ছেলের কীর্তি! মাঝরাতে থানায় ছুটতে হল শ্রাবন্তীকে

ফের একবার খবরের শিরোনামে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বিতর্ক আর শ্রাবন্তী এযেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। যতনা কাজের জন্য তার চেয়ে বেশি ব্যক্তিগত কারণে উঠে আসেন সংবাদের শিরোনামে। তবে, এবার নিজের কারণে নয় ছেলে অভিমন্যুর (Abhimanyu Chatterjee) কারণে আবার তাদের নাম উঠে এল পেজ থ্রি-র পাতায়। ছেলেকে নিয়ে মাঝরাতে নাকি অভিনেত্রীকে ছুটতে হয়েছে থানায়!
কিন্তু বিষয়টি কি? কেনই বা থানায় যেতে হল তাদের। বলিউড হোক বা টলিউড সেলিব্রেটিদের দিয়ে মানুষের যেমন মাথাব্যাথার শেষ নেই তেমনই তাদের সন্তানদের দিকেও পুরোদমে নজর থাকে সকলের। বলা চলে যে, স্টার কিড হওয়ার দৌলতে তারা খানিকটা বেশিই প্রাধান্য পায় বৈকি। তবে, হঠাৎ করে থানা-পুলিশ কেন সেই প্রসঙ্গে বলতে গেলে বলে রাখি যে, এক ব্যাক্তির সঙ্গে ঝামেলার থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বাইপাসের ধারে বিলাসবহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। আর সেখানকরই এক ব্যক্তির সঙ্গে বাকবিতন্দ্রায় জড়ায় শ্রাবন্তী পুত্র। আর তারপরই নাকি ওই ব্যক্তি অভিমন্যুর উপর চড়াও হয়। আর সেকথা শ্রাবন্তীর কানে আসতেই বর্তমান প্রেমিক অর্থাৎ তার ফিটনেস ট্রেনারকে সঙ্গে নিয়ে সেই ব্যাক্তির বাড়িতে পৌঁছে যান। কিন্তু সেখানে গিয়েও শুরু হয় কথা কাটাকাটি ও হাতাহাতি। আর তাই শেষমেষ সকলকেই আনন্দপুর থানায় নিয়ে যাওয়া হয়।
তবে, কোনোপক্ষের থেকেই এফআইআর দায়ের করা হয়নি। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই বিষয়টি মিটিয়ে নেন তারা। বর্তমানে ছেলেকে নিয়ে একাই থাকেন শ্রাবন্তী। তার বৈবাহিক জীবনের টানাপোড়েন কারোর কাছেই অজানা নয়। কিন্তু আজকাল শরীর নিয়ে বেশ সচেতন হয়েছেন অভিনেত্রী। আর তাই অনেকটা সময় তাকে জিমে কাটাতে দেখা যায়। সেই জিমেরই ট্রেনার অরিজিৎ ঘোষালের (Arijit Ghoshal) সঙ্গে অভিনেত্রী প্রেম করছেন বলে গুঞ্জন।
আর বিষয়টি আরও জোড়ালো হয়েছে এদিনের ঘটনায়। অন্য কেউ নয় বরং শ্রাবন্তীর বিপদের দিনে সেই জিম ট্রেনারকেই দেখা গিয়েছে তার পাশে থাকতে।