×
EntertainmentTrending

রোশনকে ভুলে ছেলে ঝিনুকের সাথে আদরমাখা পোস্ট শ্রাবন্তীর, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখানও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন নাকি দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

আর সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম টলিপাড়া। তবে, এবার এবার ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘তোমার মত ছেলে পেয়ে আমি ধন্য, মা তোমায় অনেক ভালোবাসে’।

ছবিতে শ্রাবন্তীকে কালো টপে দেখা যাচ্ছে। অন্যদিকে, অভিমন্যুকে সবুজ টি-শার্ট এ দেখা গেছে। সম্প্রতি তাঁদের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।