বাংলা ইন্ডাস্ট্রি যা ভাবতেও পারেনি, বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ নিয়ে ছবি করছে দক্ষিণ ভারত, ভয়ে কাঁপছে বলিউড
বিগ বাজেটের এই সিনেমা ১৭৭৩ সালে ঘটা উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত ‛আনন্দমঠ’ অবলম্বনে তৈরি হচ্ছে

1770 Ek Sangram বড়পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’ (Anandamath)। যদিও সে খবর মিলেছিল অনেকদিন আগেই। তবে, এবার সামনে এলো সেই ছবির প্রথম টিজার পোস্টার। এবছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‛বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূরণ। আর একই উপলক্ষ করে বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। ছবির নাম ‛১৭৭০ এক সংগ্রাম’ (1770 Ek Sangram)। মোট ছয়টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। আগে জানা গিয়েছিল ‛আনন্দমঠ’ থেকে অনুপ্রাণিত এই ছবি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় তৈরি করা হবে।
কিন্তু পরে জানা যায় এই তিনটি ভাষার পাশাপাশি মালায়ালাম, কন্নড়, বাংলা ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। রাম কমল মুখোপাধ্যায়ের কল্পনা প্রসূত এই ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবেন অশ্বিন গঙ্গারাজু (Ashwin Gangaraju)। ছবির চিত্রনাট্য লিখেছেন ভি বিজয়ন্দ্র প্রসাদ। এছাড়া ছবি প্রযোজনার দায়িত্বে থাকবেন শৈলেন্দ্র কেকুমার, সুজয় কুট্টি, সুরজ শর্মা। তবে, সবচেয়ে বড়ো চমক হলো এই ছবির চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’, ‘মনিকর্নিকা’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট সিনেমার চিত্রনাট্যকার ভি বিজয়ন্দ্র প্রসাদ। যিনি দক্ষিণী চিত্র পরিচালক এসএস রজমৌলির বাবা।
এক সাক্ষাৎকারে অশ্বিন গঙ্গারাজু বলেছেন যে, ‛এই বিষয়টি আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল’। এমনকি তিনি আরও বলেছেন যে, আমি মনে করি এটি একটি ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে। প্রথমে আমি ভাবনা-চিন্তার মধ্যে ছিলাম। পরে কমলের সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস পাই’। ১৭৭৩ সালে ঘটা উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত হয়েছিল ‛আনন্দমঠ’।
নির্মাতারা আগেই জানিয়েছিলেন এই ছবি তৈরি করতে সময় লাগবে দেড় বছর। তবে, এই ছবিতে কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। খবর, দীপাবলির সময় ঘোষণা করা হবে অভিনেতাদের নাম। আপাতত সকলেই অপেক্ষা করে আছেন কবে শ্যুটিং শেষ হয়ে সিনেমাহলে আসবে এই ছবি।