×
EntertainmentNewsTrending

ফের শোকের ছায়া অভিনয় জগতে! স্নান করতে নেমে দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় অভিনেতার

বছর শেষ হতে চলেছে। নতুন বছর শুরুর আনন্দের থেকে এই বছর শেষ হওয়ার আনন্দেই বেশি মেতে উটেছে সবাই। কারণ এই বছরটা ছিল অভিশপ্ত। এই বিশ সালকে মানুষ বিষ সাল বলে অভিহিত করেছে। এই বছর কেড়ে নিয়েছে বহু প্রাণ। এমনকি বছরের শেষেও শেষ খেলা দেখাচ্ছে এই বছর। মৃত্যু মিছিল যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। বিনোদন জগতেরও অনেকের প্রণ গেছে এই বছরে। কেউ আত্মঘাতী তো শারীরিক অসুস্থতা, কেউ আবার মারণ রোগ কোভিডে আক্রান্ত হয়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। বছরের শেষেও রেহায় পাওয়া গেল না। বিনোদন জগৎ হারালো আবার এক নক্ষত্রকে।

শুক্রবার সকলে যখন ক্রিস্টমাস সেলিব্রেশনে ব্যস্ত তখনই ঘটলো এই দুর্ঘটনা। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মালঞ্চকার বাঁধ সাইটের কাছে স্নানের সময় ডুবে মারা গেছেন অভিনেতা অনিল নেদুমাঙ্গাদ। অভিনেতা জোজু জর্জ অভিনীত তার নতুন চলচ্চিত্র পিসের একটি ছবির শুটিংয়ের সাথে যুক্ত ছিলেন অনীল। থোডুপুজার কাছে চলছিল শ্যুটিং এর মাঝে কিছুটা বিরতি নেওয়ার সময় বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিলেন অভিনেতা আর তারপরই এই দুর্ঘটনা ঘটে।

ADVERTISEMENT

২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন অনিল নেদুমাঙ্গাদ। অভিনয় জগতে পা রাখার পর থেকে টেলিভিশন দুনিয়ায় নিজের দক্ষতায় একের পর ধারাবাহিকে কাজ করেছেন তিনি। আইয়্যাপ্পানুম কোশিয়ুমে পুলিশ অফিসার হিসাবে তাঁর ভূমিকায় সর্বাধিক পরিচিত তিনি। টেলিভিশনের পাশাপাশি তিনি সিনেমা জগতেও পা রাখেন। আয়াপ্পানুম কোশিয়াম, কামাত্তিপাদাম, পাভাদা-সহ একাধিক ছবিতে অভিনয় করেন অনিল নেদুমাঙ্গাদ বেশ প্রশংসা পেয়েছেন।

জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী সিনেমা জগতে। মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যু হল এই অভিনেতার। মালায়ম জগতের একাধিক অভিনেতা শোক প্রকাশ করেন নেদুমাঙ্গাদের মৃত্যুতে। ট্যুইটার, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে শোক প্রকাশ করতে শুরু করেন অভিনেতারা।

ADVERTISEMENT

Related Articles