EntertainmentViral Video

মোনা ডার্লিংয়ের সঙ্গে রোমান্স মহারাজ সৌরভের, ‘বাড়িতে ঢুকতে দেবে না ডোনা বৌদি’! সতর্ক করলো নেটিজেনরা

Advertisement

‛ওটা মোনা নয়, দাদা বলো ডোনা ডার্লিং’ সৌরভের (Sourav Ganguly) নতুন এড দেখে এমনই মন্তব্য নেটিজেনদের। সৌরভকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক তথা প্রশাসক তিনি। পাশাপাশি বিনোদনের মঞ্চেও তিনি দেখিয়েছেন তার দক্ষতা। এছাড়াও তাকে অনেক বিজ্ঞাপনে দেখা গিয়েছে। কিন্তু প্রতিবারই নিজের চেনা ছন্দেই নিজেকে মেলে ধরেছেন।

মোনা ডার্লিংয়ের সঙ্গে রোমান্স মহারাজ সৌরভের, ‘বাড়িতে ঢুকতে দেবে না ডোনা বৌদি'! সতর্ক করলো নেটিজেনরা

কিন্তু এবার একেবারে ভিন্ন অবতারে দেখা দিলেন দাদা। আর যা অবাক করেছে সকলকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বহু চর্চিত খলনায়ক অজিত খানকে কেই না চেনেন বলুন তো? সেই খলনায়কের সব কু-কর্মের সঙ্গী ছিল রবার্ট ও মোনা ডার্লিং। আর অজিতের মুখের লিলি ডোন্ট বি সিলি অথবা সারা শহর মুঝে লায়নকে নাম সে জানতা হ্যায়-র ডায়লগ আজও জনপ্রিয়।

মোনা ডার্লিংয়ের সঙ্গে রোমান্স মহারাজ সৌরভের, ‘বাড়িতে ঢুকতে দেবে না ডোনা বৌদি'! সতর্ক করলো নেটিজেনরা

আর পর্দায় এবার সেই ‛লায়ন’-র আধুনিক সংস্করণ হিসাবে আবির্ভুত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একেবারে হুবুহু সেই লুক। পরণে সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেন। পাশে মোনা ডার্লিংকে নিয়ে সে সোনা গুনতে বসেছে। এইবার সৌরভের কথার ভাঁজই আলাদা। একেবারে পুরোদমে অজিতকে কপি করে পর্দায় ফুটিয়ে তুলেছে সেই দৃশ্য। দাদার সেই কথা অবাক করেছে সকলকে।

ভিডিও শেয়ার হতেই নেটিজেনরা একেরপর এক মন্তব্যের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛ওটা মোনা নয়, দাদা বল ডোনা ডার্লিং’। আবার কেউ লিখেছেন ‛বাড়ি যাও, ডোনা বৌদি ঢুকতে দেবে না তোমায়’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সৌরভের এই ভিডিও।