×
Entertainment

সানাকে স্নেহের চুম্বন, মেয়ের সাথে খুনসুটিতে ব্যস্ত সৌরভ-ডোনা!

ভারতীয় ক্রিকেটার তথা বিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে কেই না চেনে। সকলের প্রিয় দাদা তিনি। একসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন তিনি। তবে, এখন তিনি বিসিআই প্রেসিডেন্ট। সম্প্রতি শেষ হয়েছে আইপিএল এর ফাইনাল। আর সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন।

আর আইপিএল এর ফাইনাল শেষ হওয়া মাত্রই তিনি দুবাই থেকে ফিরে আসেন কলকাতায় নিজের পরিবারের কাছে। আর তারপরই মেয়েকে একেবারেই কাছ ছাড়া করতে চান না সৌরভ গাঙ্গুলি। আর তাই এই দীপাবলিতে তাঁকে সম্পূর্ণ মেয়ের সঙ্গে খোসমেজাজেই দেখা গেল।

ADVERTISEMENT

দীপাবলির দিন সৌরভ গাঙ্গুলি তার মেয়েকে কোলে নিয়ে স্নেহের আলিঙ্গনে তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন। বাবা-মেয়ের এই সম্পর্ক বড়ই মিষ্টি একটি সম্পর্ক। কখনও খুনসুটি, কখনও অভিমান, আবার কখনও স্নেহের চুম্বন।

সম্প্রতি কয়েকটি ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বীরেন রায় রোডের উপর গাঙ্গুলী বাড়ি দীপাবলির রঙিন সাজে সেজে উঠেছিল এবং তার সাথে ছিল ফুল দিয়ে তৈরি রোঙ্গলি। সানাকে তাঁর মায়ের সঙ্গেও দেখা গিয়েছে ফুল ও প্রদীপ দিয়ে রঙ্গোলি সাজাতে। আবার কখনও সৌরভ,ডোনা,সানা তিনজনকেই একসঙ্গে দেখা গেছে ছবিতে। সেখানে ভারতীয় ক্রিকেটার তথা বিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে তার পরিবারের সাথে দিওয়ালি উদযাপন করতে দেখা গেল। আর সেই ছবিগুলোই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles