Entertainment

Soumitrisha Kundu: ছোটপর্দা থেকে একেবারে দেবের নায়িকা! ‘মিঠাই’ সৌমিতৃষার পড়াশোনার দৌড় কতদূর জানেন?

ছোটপর্দার গন্ডি পেরিয়ে তিনি আজ বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাকে নিয়ে মানুষজনের ক্রেজ কিছু কম নয়। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন টেলিপাড়ার প্রথম সারির জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। বাংলা টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়াল নিয়ে মানুষের যেমন উত্তেজনা ছিল ঠিক তেমনই সিরিয়ালের চরিত্র গুলোও ব্যাপক জনপ্রিয় ছিল দর্শক মাঝে।

আর সেখানেই মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রতিদিন রাত ৮ টা বাজলেই মিঠাই রানীর দুস্টু-মিষ্টিতে ভরা খুনসুটি দেখতে টিভির পর্দায় ভিড় জমাতো দর্শকেরা। যদিও পরে স্লট বদল করে সন্ধ্যে ৬ টায় এই সিরিয়ালের দেখা মিলতো। তবে, তারপরেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)।

তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সদ্য শেষ হয়েছে সিরিয়াল। বলা চলে তারপরেও বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় তথা দর্শকদের পছন্দের নায়িকা হলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তবে, অভিনেত্রীর পড়াশোনার দৌড় ঠিক কতখানি তা জানেন কি? বারাসাতের মেয়ে সৌমিতৃষা একসময় বাবা-মায়ের সঙ্গে এখানেই থাকতেন। এমনকি বারাসাত গার্লস হাইস্কুলে পড়াশোনা করেছেন।

একাদশ ও দ্বাদশ শ্রেণীতে তিনি কলাবিভাগে পড়েছেন। আর তারপর কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হয়। ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু কাজের চাপে তাকে পড়াশোনা ছাড়তে হয়। আর তাই পরবর্তীকালে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন অভিনেত্রী। সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিক। আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। আর তারপরই তার বড়পর্দায় কাজ শুরু হবে।

অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবিতে তাকে দেখা যাবে। দেবের বিপরীতে কাজ করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আগস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং।