Entertainment

‘মিঠাই’-এর দিন শেষ, এবার দেবের সঙ্গে বড়পর্দা কাঁপাতে আসছে সকলের প্রিয় সৌমিতৃষা, শুভেচ্ছার ঢল নেটদুনিয়ায়

একেই বলে সাকসেস। ছোটপর্দার কাজ শেষ হতে না হতেই বড়পর্দায় (Big Screen) পা দিলেন সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। সোমবার ছিল মিঠাইয়ের শেষদিনের শ্যুটিং। আর যা নিয়ে একপ্রকার মনখারাপ ছিল ভক্তদের। কিন্তু সৌমিতৃষার একটি পোস্ট যেন মুহূর্তেই মনভালো করে দিল ভক্তদের। সেদিনই নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে ‛নতুন শুরু’ লিখে পোস্ট করেন অভিনেত্রী। আর তারপরই জানা গেল আসল খবর। একেবারে ডিরেক্ট বড়পর্দায় দেখা যাবে আদরের মিঠাই রানীকে।

কিন্তু কোন ছবিতে তাকে দেখা যাবে? আর কার বিপরীতেই বা মুখ দেখাবেন অভিনেত্রী সেই নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। তাহলে বলে রাখি সেখানেও রয়েছে বড়সড় ধামাকা। এবার দেবের নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। এবার আর উচ্ছেবাবু নয় ‛লাভার বয়’ দেব (Dev) হবেন অভিনেত্রীর মনের মানুষ। ছবির নাম ‛প্রধান’। দেব, সৌমিতৃষা ছাড়াও এই ছবিতে পরান বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে। প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu Roychowdhury)।

আর এই বিষয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা (Soumitrisha Kundu) জানিয়েছেন যে, একদিন নাকি অতনু ফোন করে তার কাছে জানতে চান সিনেমায় অভিনয় নিয়ে কি ভাবছি। যেহেতু অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল বড়পর্দায় কাজ করার তাই আর না বলেননি। পাশাপাশি মিঠাই রানী এও বলেন যে, অভিজিৎ সেন তার খুব পছন্দের একজন পরিচালক।

আর দেবের (Dev) বিপরীতে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন যে, স্কুলে পড়ার সময় থেকেই তিনি দেবের ছবি দেখতেন। আর তখন থেকেই ভাবতেন ওরকম সুন্দর লোকেশনে নাচ-গান করার কথা। তবে, বর্তমানে ওই ধরণের  ছবি হয়না বলেই জানিয়েছেন পর্দার মিঠাই (Mithai)। কিন্তু তারপরেও দর্শক এখন যেমন ধরণের ছবি দেখছেন তেমন প্রজেক্টে কাজ করতে পেরে ব্যাপক উচ্ছাসিত অভিনেত্রী। হিসেব অনুযায়ী আগস্ট মাসে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।

বলতে গেলে ‛প্রধান’ একটি পুরোদস্তুর পারিবারিক ছবি। বছর তিনেক আগে সৌমিতৃষা অতনুর সঙ্গে যোগাযোগ করলে বাচ্চা মেয়ে বলে তাকে ফিরিয়ে দেন। কিন্তু মিঠাই ধারাবাহিকে মিঠাই (Mithai) ও মিঠি (Mithi) দুটি চরিত্রে অভিনয় করার পর সকলেই আশাকরি বুঝে গিয়েছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu) অভিনেত্রী হিসেবে ঠিক কতখানি দক্ষ। আর তার এই দক্ষ অভিনয়কেই এবার বড়পর্দায় আনার পালা। সব ঠিক থাকলে আগামী শীতে বড়পর্দায় মুক্তি পাবে পারিবারিক ছবি ‛প্রধান’।