Entertainment

Soumitrisha Kundu : শাড়ি ছেড়ে টাইট ফিটিং পোশাকে সুপার হট ‘মিঠাই’, ‘বিশ্রী লাগছে’, কটাক্ষ নেটিজেনের

Advertisement
Advertisements

Soumitrisha Kundu: একদিকে সিরিয়াল বন্ধের গুঞ্জন! কিন্তু অন্যদিকে সেসব পাত্তা না দিয়ে ফুরফুরে মেজাজে ক্যামেরাবন্দী হলেন মিঠাই রানী ওরফে সৌমিতৃষা। এই মুহূর্তে টেলিপাড়ার এক নম্বর নায়িকা হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ‛মিঠাই’ (Mithai) সিরিয়ালের দৌলতে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার দুস্টু-মিষ্টি অভিনয় দিয়ে তিনি সকলের মনজয় করে নিয়েছেন।

Soumitrisha Kundu : শাড়ি ছেড়ে টাইট ফিটিং পোশাকে সুপার হট ‘মিঠাই', ‘বিশ্রী লাগছে', কটাক্ষ নেটিজেনের

২০২১ সালের শুরুর দিকে পর্দায় এসেছিল এই ধারাবাহিক। আর তারপর অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছোঁয়া। বর্তমানে তাকে সিরিয়ালের পর্দায় মিঠাই ও মিঠি দুই রূপেই দেখা যাচ্ছে। আর তাতেও সে একইভাবে মনজয় করে নিয়েছে ভক্তদের। পর্দার মিঠাই বা মিঠি যেমন হাসিখুশি তেমনই বাস্তবের মাটিতে দাঁড়িয়েও সৌমিতৃষা(Soumitrisha Kundu) বেশ হাসিখুশি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তার অভিনয় বলুন বা পার্সোনালিটি সবেতেই মুগ্ধ তার অনুরাগীরা। তাকে একটিবার দেখার জন্য আকুল সকলেই। আর হবে নাই বা কেন তার মতো মিষ্টি মেয়ে কজন হয় বলুন তো দেখি। তাইতো তিনি সকলের পছন্দের। কাজের বাইরে সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ এক্টিভ। মাঝেমধ্যেই রিল ভিডিও ও ছবিতে নজর কাড়েন ভক্তদের। সম্প্রতি এবার তাকে দেখা গেল খানিকটা হট লুকে।

Soumitrisha Kundu Instagram Post:

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

এদিন ক্রিম রঙের ট্যাঙ্ক টপে সেজে ক্যাফেতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তবে, তিনি কিন্তু একা নয়। এদিন কাছের বন্ধু তথা অভিনেতা সায়কের (Sayak) সঙ্গে কফি ডেটে হাজির হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সৌমিতৃষার পোশাক দেখে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন নেটিজেনরা। কেননা পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তার অন্তর্বাস। আর সেই নিয়েই নেটিজেনরা বিরক্ত। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্ট করেছেন নেটিজেনরা।

Soumitrisha Kundu : শাড়ি ছেড়ে টাইট ফিটিং পোশাকে সুপার হট ‘মিঠাই', ‘বিশ্রী লাগছে', কটাক্ষ নেটিজেনের

কেউ লিখেছেন ‛একদম ভালো লাগছে না তোমাকে এই পোশাকে’। আবার কেউ লিখেছেন ‛বিশ্রী’ লাগছে। তবে, অনেকেই তার রূপের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন ‛কি মিষ্টি’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। এদিন সায়কের সঙ্গে মিলে একটি রিল ভিডিও করেছেন সৌমিতৃষা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) সৌমিতৃষার এই ছবি ও ভিডিও।