Entertainment
চুপিসারে প্রেম করছে মিঠাই-সূর্য! প্রথমবার দিব্যজ্যোতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা
Advertisement

Advertisements
এবার প্রেম নিয়ে অকপট মিঠাই রানী ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। বর্তমানে বাংলা টেলিভিশনের (Television) পর্দায় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সৌমিতৃষা কুন্ডু। আর অন্যদিকে জনপ্রিয় অভিনেতা হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। কিছুদিন ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন তাদের সম্পর্কের সমীকরনে নাকি বদল এসেছে। আর কি সেই বদল সেই প্রসঙ্গে উঠে এসেছে তাদের প্রেমের কথা। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন তারা নাকি প্রেম করছেন।
- কিন্তু হঠাৎ করে তাদের প্রেমের গুঞ্জন উঠলো কিভাবে? দিন কয়েক আগে কোনো এক অনুরাগী সৌমিতৃষা ও দিব্যজ্যোতির (Soumitrisha-Dibyojyoti) ছবি কোলাজ করে শেয়ার করেছিলেন। আর সেটাই আবার দিব্যজ্যোতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের স্টোরিতে শেয়ার করেছিলেন। যা দেখা মাত্রই তারা প্রেম করছেন এই গুঞ্জনে ভরে গিয়েছে নেটপাড়া। এমনকি কিছুদিন আগে সৌমিতৃষা কৃষ্ণ সাজে একটি ছবি পোস্ট করেছিলেন নেটমাধ্যমে। যেখানে তার কপালে তিলক আঁকা ছিল।
- আর ওদিকে দিব্যজ্যোতির (Dibyojyoti Dutta) সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেল থেকে তার একটি ছবি পাওয়া গিয়েছে। যেখানে অভিনেতার কপালেও তিলক আঁকা। আর এই সব কিছু মিলিয়েই দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি ভক্তদের। যদিও অভিনেতা বলেন এই ছবিটি তার গতবছর ইসকনে তোলা। কাকতালীয় ভাবে একইসময়ে পোস্ট করা হয়েছে।
- তবে, এবার এই বিষয়টি নিয়ে সৌমিতৃষা (Soumitrisha Kundu) এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, সকলের মতোই আমার নামেও গুজব রটে। কিন্তু আমার কাছে বিষয়টা একেবারে পুরোনো হয়ে গেছে। আর এখন এই বিষয়টি নিয়ে খুব একটা আমি ভাবি না। এই প্রেমচর্চা বিষয়টি গা-সওয়া হয়ে গিয়েছে বলেই নায়িকার মত। এছাড়াও অভিনেত্রী আরও বলেছেন যে, প্রতিবার একটা করে গুজব রটে। এবার যেমন দিব্যজ্যোতির সঙ্গে রটেছে। আমি এটাকে স্বাভাবিকভাবেই নিই। মনে মনে ভাবি, দেখি এটা কতদিন চলে।
- সৌমিতৃষার (Soumitrisha Kundu) কথায় এটা স্পষ্ট যে তারা কেবলই একে অপরের ভালো বন্ধু। আর প্রেমের গুঞ্জনের বিষয়টিকে তারা মজার ছলেই দেখছেন।