Soumitrisha : আমি কলকাতার রসগোল্লা, দুর্দান্ত গান গেয়ে মঞ্চ মাতালেন সকলের প্রিয় ‘মিঠাই’, ভাইরাল ভিডিও

‛কলকাতার রসগোল্লা’ গান গেয়ে দর্শকদের মনজয় করলেন মিঠাই রানী ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। সিরিয়ালে সকলের মূল আকর্ষণ হল ‘মিঠাই রানী’। এই মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
যদিও এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। বলা চলে বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় তথা দর্শকদের পছন্দের নায়িকা হলেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে (Video) নজর কাড়েন। আর যা ভাইরাল (Viral) হয় হুড়হুড়িয়ে।
সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে সৌমিতৃষার (Soumitrisha kundoo) একটি ভিডিও (Video)। যেখানে তাকে স্টেজ শো করতে দেখা গিয়েছে। আর সেখানেই তাঁর ফ্যান সহ অগণিত দর্শকদের মুখোমুখি হন আদরের ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা। দর্শকদের মন রাখতে গান গেয়েও শোনায় অভিনেত্রী।
‛কলকাতার রসগোল্লা’ গান গেয়ে দর্শকদের নজর কাড়েন মিঠাই রানী। এদিন পুরোপুরি মিঠাইয়ের লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার পরনে রয়েছে শাড়ি। প্রফেশনাল গায়ক না হয়েও তার গানের গলায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। একটি ইনস্টাগ্রাম (Instagram) পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
Soumitrisha Kundu Singing Video:
View this post on Instagram
ভিডিও শেয়ার হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে- ‘নাইস’। আবার কেউ লিখেছেন যে- ‛সুন্দর গেয়েছ’। কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। অভিনয়ের পাশাপাশি এবার গান দিয়েও দর্শকদের মন ভরালেন সকলের প্রিয় মিঠাই রানী ওরফে সৌমিতৃষা (Soumitrish Kundu)।