Entertainment

Soumitrisha: ঋতুস্রাবের সময় কি হয় তার? ভিডিয়ো শেয়ার করে মনের কথা বোঝালেন সৌমিতৃষা

ভিডিও শেয়ার করে ঋতুস্রাবের সময়কালীন দশা বোঝালেন মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। পিরিয়ড হল নারীদের অতি সাধারণ শরীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। কিন্তু তা সত্ত্বেও ২০২৩-এ দাঁড়িয়ে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই লজ্জা রয়েছে। কিন্তু আজ সেই নিয়েই খোলামেলা জানান দিলেন সৌমিতৃষা। বর্তমানে বাংলা টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির নায়িকা হলেন সৌমিতৃষা। আর কিছুদিনের মধ্যেই তিনি টলিউদের (Tollywood) নায়িকাও হবেন। আর সেই কারণে প্রস্তুতি নিচ্ছেন জোরকদমে।

ধারাবাহিকের পর্দায় মিঠাই (Mithai) যেমন সকলের চেয়ে আলাদা তেমনই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সৌমিতৃষাও (Soumitrisha Kundu) স্রোতের বিপরীতে হাঁটতে ভালোবাসেন। সম্প্রতি বৃহস্পতিবার রাতে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে একটি রিল ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি ‛ওম্যান ক্যালেন্ডার’ শীর্ষক একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে দেখানো হয়েছে যে, কিভাবে পিরিয়ড শুরুর ৮ দিন আগে থেকেই চিন্তায় মেয়েদের ঘুম উড়ে যায়।

শুধু কি তাই? এরপর বেশি বেশি করে জাঙ্ক ফুড খাওয়া শুরু হয়। অল্পতেই খিটখিট করা, বিরক্তি ভাব, মুখে পিম্পল এসব কিছুরই মুখোমুখি হতে হয়। আর সঙ্গে তো রয়েছেই বিছানায় শুয়ে ছটফটানি। ভিডিওটি (Video) শেয়ার করে সৌমিতৃষা (Soumitrisha Kundu) ক্যাপশনে লিখেছেন যে, ‛একদম সত্যি’। ‛হেলথ নাগের’ শেয়ার করা এই ভিডিও রীতিমতো এখন ভাইরাল (Viral) নেটমাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Health Nag (@health_nag)

পিরিয়ড চলাকালীন সময়ে প্রতিটি মেয়ের বিছানায় শুয়ে সময় কাটানোর সুযোগ থাকে না। আর এই ভিডিওটি (Video) দেখে সকলেই সেটা মানসিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। গতকালই পর্দা থেকে বিদায় নিয়েছে সকলের প্রিয় ধারাবাহিক ‛মিঠাই’ (Mithai)। বর্তমানে বড়পর্দায় অভিনয়ের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন সৌমিতৃষা। ‛প্রধান’ সিনেমায় দেবের বিপরীতে তাকে দেখা যাবে। কাজের পাশাপাশি অনেকটা সময় সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) কাটান অভিনেত্রী। তার যেকোনো পোস্টই ভাইরাল (Viral) হয় হুড়হুড়িয়ে।